Advertisement
০৫ নভেম্বর ২০২৪

উৎসবের রং

ফ্যাশন নিয়ে প্রথম ব্লগ লিখছি। শুধু হলি-টলি-বলি সেলেবরা নয়, ফ্যাশন এখন এমন একটা ব্যাপার যা নিয়ে প্রায় সবাই মাতামাতি করছেন। থ্রু ফ্যাশন নিজেদের স্টাইল স্টেটমেন্ট তৈরি করছেন। বাতাসে উৎসবের ছোঁয়া। রথ-ইদ দিয়ে উৎসবের ঝাঁপি খুলে গেছে। পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। শপিং প্ল্যান সেরে ফেলেছেন তো! ফেস্টিভ সিজন আর ট্রেন্ড এই দুটো নিয়েই আজ বলব আপনাদের। পুজো আসছে। পুজো বা উৎসবে কী রং বাছবেন প্রথমে তা বলে রাখি।এই বছর পুজোর ফ্যাশনে থাকবে লাল, বোরোলীন সবুজ, হলুদ, কমলা, পিঙ্ক, নেভি ব্লু, রোজ পিঙ্ক, ওলিভ। চলতে পারে ইন্ডিগো ব্লু, লাইম গ্রিন। আর উৎসবের দিনেও অফ হোয়াইটের আবেদন কিন্তু অনন্য। বয়স ভুলে বেছে নিন লাল রং-কে। উৎসবে লাল-য়ের আবেদন চিরকালীন।

চন্দ্রাণী সিংহ ফ্লোরা
শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৬ ০০:০০
Share: Save:

উৎসবের রং

এই বছর পুজোর ফ্যাশনে থাকবে লাল, বোরোলীন সবুজ, হলুদ, কমলা, পিঙ্ক, নেভি ব্লু, রোজ পিঙ্ক, ওলিভ। চলতে পারে ইন্ডিগো ব্লু, লাইম গ্রিন। আর উৎসবের দিনেও অফ হোয়াইটের আবেদন কিন্তু অনন্য। বয়স ভুলে বেছে নিন লাল রং-কে। উৎসবে লাল-য়ের আবেদন চিরকালীন।

ফ্যাশনে ইন প্রিন্ট

প্রিন্ট এখন নানান ধরনের হচ্ছে। ফ্লোরাল প্রিন্ট, অ্যাবস্ট্রাক্ট প্রিন্ট, নানান ধরনের কোয়ার্কি প্রিন্টের চল হয়েছে। এ বছর আমার অটম/ উইন্টার কালেকশনের নাম ছিল ‘মৃত্যুঞ্জয় কালেকশন’। এই কালেকশনে প্রিন্ট এবং এমব্রয়ডারিতে নানান নকশা চিহ্ন ব্যবহার করেছি যেমন ত্রিশূল, চাঁদ, শঙ্খ ইত্যাদি। এই ধরনের বোল্ড, ব্রাইট প্রিন্ট এই সিজনে চলছে। খুব বড় প্রিন্ট কিন্তু মানানসই নয়। মাঝারি সাইজের প্রিন্ট পরলে ভারী চেহারা বা রোগাটে গড়ন, দু’টোতেই সুন্দর মানায়।

ফ্যাব্রিক

আগের মতো জর্জেট এখনও ফ্যাশনে ইন। খুব চলছে হ্যান্ডলুম ইক্কত। এই সিজনে স্ট্রাইপসের খুব চল হয়েছে। আমার অটম/ উইনটার কালেকশনে হ্যান্ডলুম স্ট্রাইপস রেখেছিলাম। তবে মাথায় রাখতে হবে স্ট্রাইপস যেন সরু বা মাঝারি মাপের হয়। খুব চওড়া স্ট্রাইপ ভাল খোলে না।

টাই অ্যান্ড ডাই

অনেকে প্রিন্ট পছন্দ করেন না। তাঁরা চাইছেন টাই অ্যান্ড ডাই। ডাই-য়ের মধ্যে বোম ডাই, শিবোরি ডাই, ওমরে ডাই, বাটিক ফ্যাশনে ইন।

ঢিলেঢালাতেই স্বচ্ছন্দ্য

বডি ফিটিংস জামাকাপড় এখন আউট ডেটেড। স্কিনি ফিটিংসের বদলে ফ্লোয়ি, সেমি ফরমাল, পালাজো, লং শার্ট, স্ট্রেট লং কুর্তি এখন ট্রেন্ড। শার্ট ড্রেস, ধুতি প্যান্ট, লং স্কার্টও চলছে। চল হয়েছে লং ড্রেসের। সালোয়ারে এলাইন কাট, স্ট্রেট কাট চলছে। ফ্যাশন স্টেটমেন্ট হিসেবে চলছে শ্রাগ। হ্যান্ডলুমের তৈরি ড্রেস, কুর্তা, পালাজোর চাহিদা এখন তুঙ্গে। তাতে থাকতে পারে হাতের কাজের ছোঁয়া।

ব্লাউজ-য়ে নয়া ট্রেন্ড

পুজো বা উৎসব মানেই শাড়ি—আর এই সিজনে থাকছে তাঁত, সিল্ক, নানারকমের হ্যান্ডলুম শাড়ি যা খুব ট্রেন্ডি আর চিক। উৎসবের সাজ মানেই ঝলমলে। তবে জরি বা চুমকিতে আমি বিশ্বাস করি না। শাড়ির সঙ্গে আকর্ষণীয় ব্লাউজ পরুন। আপনি হয়ে উঠতে পারেন ডিভা। এই ব্লাউজের ট্রেন্ড কিন্তু পুরোপুরি বদলে গেছে। শার্টের ওপর শাড়ি পরুন। সেই শার্টের কলার আবার নানান ধরনের হতে পারে। পিটার প্যান কলার, ম্যান্ডারিন বা নর্মাল কলার সব কিছুর সঙ্গে মানানসই শাড়ি। টি-শার্ট বা জ্যাকেটের সঙ্গেও শাড়ি ফ্যাশনে ইন। ডিপার নেক লাইন-য়ের চল হয়েছে। ফিরে এসেছে বোট নেক। ভারী চেহারা হলে ডিপ নেক লাইন পরুন, রোগা লাগবে। ব্লাউজে পরুন ম্যাগি হাতা। থ্রি কোয়ার্টার হাতা চলছে। ফ্লোয়ি বেল স্লিভস, শার্ট স্লিভস-য়ের চল হয়েছে। ব্লাউজ, শালোয়ারে পিছন দিকের( ব্যাক সাইড) কাটিং খুব গুরুত্ব পাচ্ছে। ব্যাকসাইডে এমব্রয়ডারি, এমবেলিশমেন্টের ক্রেজ এখন তুঙ্গে। বি-টাউনের ফ্যাশন মধ্যবিত্তের ওয়াডড্রোবে।

তবে এটাও ঠিক, অন্ধের মতো ট্রেন্ড ফলো করলে চলবে না। নিজের চেহারার সঙ্গে মিলিয়ে সাজুন। তবেই ট্রেন্ডি লুকে হয়ে উঠবেন অনন্যা।

অন্য বিষয়গুলি:

chandrani singh fllora fashion trend
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE