ফারহান আখতার
শনিবার করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ফারহান আখতার। সে কথা টুইট করে জানিয়েওছেন তিনি। তার পরেই নেটাগরিকদের কটাক্ষের শিকার পরিচালক-অভিনেতা। বয়স নিয়ে নানা মন্তব্য শুনতে হচ্ছে তাঁকে। জানা গিয়েছে, ‘ফারহানের বয়স কত? তিনি এত তাড়াতাড়ি কী ভাবে টিকা পেলেন, যেখানে তাঁর থেকে অনেক বয়স্ক মানুষ এখনও দ্বিতীয় ডোজ পাননি’— এ ধরনের একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে মুম্বই পুরসভাকে।
সংবাদমাধ্যমোর খবর, আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সে ফারহান তাঁর প্রথম টিকা নেন। এর জন্য তিনি ধন্যবাদ জানান বম্বে পুরসভা এবং মুম্বই প্রশাসনকে। একই সঙ্গে টুইটে সমস্ত অনুরাগীদের উদ্দেশে তাঁর পরামর্শ, পুরো প্রক্রিয়া শেষ হতে ২-৩ ঘন্টা সময় লাগে। তাই যাঁরাই টিকা নেবেন তাঁরা যেন ধৈর্য ধরে অপেক্ষা করেন। প্রয়োজনে জল এবং খাবার সঙ্গে করে নিয়ে যেতে পারেন।
Got my first jab today via drive through at Andheri sports complex. Thank you to @mybmc & @MumbaiPolice for the streamlined system.
— Farhan Akhtar (@FarOutAkhtar) May 8, 2021
To those waiting their turn, the process does take 2-3 hours (for now) so please be patient. Carry water & a snack, if need be. Stay safe. ✊🏽
অভিনেতার বক্তব্য নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই পাল্টা প্রশ্ন তুলতে থাকেন নেটাগরিকেরা। তাঁদের যুক্তি, মুম্বই পুরসভা প্রবীণ নাগরিকদের টিকাদানের ব্যবস্থা করছে। তাও পূর্বনির্দিষ্ট বয়স অনুযায়ী। ক্ষোভ উগরে দিয়ে জানতেও চান, কী করে ৪৭ বছর বয়সী অভিনেতা এই টিকা পেলেন? এখানেই শেষ নয়। জনৈক নেটাগরিক তাঁর বাবার কথা উল্লেখ করেছেন। দাবি, ‘আমার বাবার বয়স ৬৭ বছর। তিনি এখনও কোভিড-এর দ্বিতীয় টিকা পাননি। ৩০ এপ্রিল থেকে অপেক্ষা করে আছেন।’ আর এক জনের কটাক্ষ বম্বে পুরসভাকে। তাঁর তোপ, ‘স্পোর্টস কমপ্লেক্সটি কি সমস্ত বয়সের জন্য উন্মুক্ত?’ তিনি জানতেন, এটি কেবল প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধীদের জন্য। মুম্বইয়ের পুরসভার কাছে বিষয়টি খোলসা করার দাবিও জানান তিনি।
But you broke the rules and as it happens in mumbai and all over India the unfair and unjust authorities helped you break the rules .why when will you celebrities and authorities change .I wonder messed up this country .
— Haresh Daryanani (@HareshDaryanan1) May 9, 2021
Are you above 60 ? This was meant only for@people above 60. @mybmc @IqbalSinghChah2 @mayor_mumbai can you please clarify if the drive through is for those below 60 as well. I want to avail of it. I am 51
— nirmalavodafone (@nirmalavodafone) May 8, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy