Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Bollywood news

‘শিল্পার সঙ্গে বিমানে চড়বেন না!’ অনুরাগীদের সতর্ক করলেন ফারহা, নেপথ্যে কোন কারণ?

বিমানে সফর করছিলেন ফারহা ও শিল্পা। কিন্তু তার মাঝেই ঘটল বিপত্তি।

Farah Khan warns never sit with Shilpa Shetty on flight and Raj Kundra

বিমানে সফ করছেন ফারহা খান এবং শিল্পা শেট্টি। ছবি: ইনস্টাগ্রাম।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৪ ২০:০৯
Share: Save:

তাঁরা দু’জনেই ভাল বন্ধু। একসঙ্গে একাধিক প্রকল্পে কাজ করেছেন। তবে এ বার শিল্পা শেট্টির প্রসঙ্গে বিশেষ সতর্কবার্তা দিলেন ফারহা খান। প্রকাশ্যে সেই ভিডিয়ো।

ফারহা সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিমানে জনপ্রিয় কোরিয়োগ্রাফারের পাশে বসে রয়েছেন শিল্পা। ভিডিয়োর ক্যাপশনে ফারহা লিখেছেন, ‘‘শিল্পা শেট্টির সঙ্গে কখনও বিমানে চাপবেন না।’’ এর ব্যখ্যা পাওয়া গিয়েছে ভিডিয়োয়। সেখানে দেখা যাচ্ছে, সামনে দাঁড়িয়ে রয়েছেন বিমানসেবিকা। ফারহা একের পর এক খাবারের অর্ডার দিতে চাইছেন। কিন্তু শিল্পা তাঁকে নিষেধ করছেন। শেষে শিল্পা বিমানসেবিকার উদ্দেশে বলেন, ‘‘আমি আমার আসন পরিবর্তন করছি।’’

শিল্পা যে নিয়মিত শরীরচর্চা করেন, তা কারও অজানা নয়। তাই ফারহার খাবার তাঁর কাছে গ্রহণযোগ্য নয়। বন্ধুকে সুস্বাস্থ্যের পরামর্শ দিতেই তিনি নিষেধ করেছিলেন। তাই ভিডিয়োর ক্যাপশনে ফারহা লেখেন, ‘‘কেউ কিছুই খেতে পারবেন না, অথচ তিনি শিল্পার মতো ফিটও হবেন না।’’

এই ভিডিয়ো দেখে নেটাগরিকদের একাংশ খুশি। তাঁরা নানা মতামতে ভরিয়ে তুলেছেন মন্তব্য বাক্স। তবে আলাদা করে নজর কেড়েছে ভিডিয়োয় শিল্পার স্বামী রাজ কুন্দ্রের মন্তব্যটি। রাজ লেখেন, ‘‘ফারহা, আমি তোমার দুঃখ বুঝতে পারছি। তোমার জন্য জলই ছিল সবচেয়ে স্বাস্থ্যকর।’’

ফারহাকে দর্শক সম্প্রতি একটি ডান্স রিয়্যালিটি শোয়ের বিচারকের আসনে দেখেছেন। পাশাপাশি, হিন্দি ছবির বেশ কিছু গানে তিনি কোরিয়োগ্রাফি করছেন। অন্য দিকে, শিল্পাকে দর্শক এর পর ‘কেডি:দ্য ডেভিল’ ছবিতে দেখবেন।

অন্য বিষয়গুলি:

Farha Khan Shilpa Shetty Bollywood News Air TRavel Bollywood Actress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy