২০২১-এর ডিসেম্বরে ক্যাটরিনা কইফের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন ভিকি কৌশল। তার পর কেটে গিয়েছে অনেকটা সময়। এর মধ্যে একাধিক বার ক্যাটরিনার মা হওয়ার গুঞ্জন শোনা গিয়েছে বলিপাড়ায়। ২০২৪-এ দীর্ঘ দিন ইংল্যান্ডে মায়ের কাছে গিয়ে থেকেছেন ক্যাটরিনা। সেই সময়ও খবর ছড়িয়ে পড়ে, মা হতে চলেছেন ক্যাটরিনা। সেই জল্পনা নিয়ে বেশ কৌতূহলী ছিলেন তারকা দম্পতির অনুরাগীরা। কিন্তু ক্রমশ বোঝা যায়, এই খবর স্রেফ গুজব। কিন্তু ক্ষান্ত নন অনুরাগীরা। তাঁরা এ বার ভিকিকে দেখেই বলে দিলেন, অভিনেতার মধ্যে বাবা হওয়ার সমস্ত গুণ রয়েছে।
সম্প্রতি মুক্তি পেয়েছে ভিকির ছবি ‘ছাওয়া’। ছত্রপতি সম্ভাজি মহারাজের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তাঁর অভিনয়ের জয়জয়কার সিনেমহলে। ছত্রপতি সম্ভাজি মহারাজের শৈশবের চরিত্রে অভিনয় করেছে আজ়লান নামে এক বালক। ছবির সেটে ভিকির সঙ্গে খুদের বেশ কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে। একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই অনুরাগীরা দাবি করেছেন, ভিকি খুব ভাল বাবা হবেন।
আরও পড়ুন:
ভিডিয়োয় দেখা যাচ্ছে ছোট্ট আজ়লান ভিকির কোলে। একরত্তির সঙ্গে খুনসুটি করতে দেখা যাচ্ছে ভিকিকে। অভিনেতা খুদেকে বলেন, “আরে, তোর চুলের ছাঁটটা তো দারুণ। আমিও এই ভাবেই চুল কাটব। আমার চুলটা লম্বা হয়ে গিয়েছে।” এই বলার সঙ্গে সঙ্গে ভিকির মাথার টুপি খুলে নিয়ে খেলতে থাকে আজ়লান। তার পর ভিকি বলেন, “তা হলে তোমার জামাটা আমাকে দিয়ে দাও।” নিজের জামা দিয়ে দিতে মোটেই ইচ্ছুক নয় খুদে। স্পষ্ট জানিয়ে দেয় সে। উল্টে সে ভিকির জামা চেয়ে বসে। এই দেখে হেসে ওঠেন অভিনেতা। তার পরেই খুদের সঙ্গে ফের খুনসুটিতে মন দেন অভিনেতা।
এই ভিডিয়ো দেখে মুগ্ধ ভিকির অনুরাগীরা। এই দেখেই তাঁদের বক্তব্য, বাচ্চাদের সঙ্গে ভালই মিশতে পারেন ভিকি। ভবিষ্যতে তিনি যে অসাধারণ একজন বাবা হয়ে উঠবেন, তা নিয়ে নাকি কোনও সন্দেহই নেই। এর আগে নেহা ধুপিয়াও জানিয়েছিলেন, তাঁর সন্তানের সঙ্গে বন্ধুত্ব হয়ে গিয়েছে ভিকির। এর থেকেই তিনি অনুমান করতে পারেন, ভবিষ্যতে তিনি ভাল বাবা হবেন।