রুপোলি দুনিয়ায় প্রীতি জ়িন্টার অসংখ্য অনুরাগী। দীর্ঘ সময় ধরে বলিউডে প্রথম সারির অভিনেত্রী ছিলেন তিনি। এ বার কি তিনি রাজনীতিতে যোগ দিচ্ছেন? সেনা জওয়ানের পরিবারের তিনি। তাই দেশাত্মবোধ নিয়েও একাধিক বার মন্তব্য করেছেন। এ বার রাজনীতির ময়দানে যোগ দেবেন তিনি? উঠল প্রশ্ন।
এক্স হ্যান্ডলে অনুরাগীদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেন প্রীতি। এক অনুরাগী প্রশ্ন করেন, “প্রিয় প্রীতি, তুমি কিন্তু সত্যিই একজন ‘সেনা জওয়ান’’। তোমাকে কুর্নিশ। রাজনীতিতে যোগ দেওয়ার কোনও পরিকল্পনা আছে কি না জানতে কৌতূহলী।”
সেই প্রশ্নের উত্তরে প্রীতি প্রথমেই সাফ জানান, রাজনীতিতে যোগ দেওয়ার তাঁর কোনও ইচ্ছেই নেই। তবে একাধিক রাজনৈতিক দল থেকে তাঁর কাছে প্রস্তাব এসেছে। অভিনেত্রী লেখেন, “রাজনীতি আমার জন্য নয়। এত বছরে, বিভিন্ন রাজনৈতিক দল আমাকে রাজনীতিতে যোগদানের প্রস্তাব দিয়েছে। রাজ্যসভার আসনেরও প্রস্তাব এসেছে। কিন্তু বিনীত ভাবে সকলকে প্রত্যাখ্যান করেছি। এটা তো আমি চাই না।”
আরও পড়ুন:
সেনা জওয়ান প্রসঙ্গে প্রীতি বলেন, “আমাকে সেনা জওয়ান বলে ডেকে খুব একটা ভুল করেননি। কারণ আমি এক সেনা জওয়ানের কন্যা। এক সেনা জওয়ানের বোন। সেনা জওয়ানের ছেলেমেয়েরা কিন্তু খুব অন্য রকম হয়। আমরা উত্তর ভারতীয় বা দক্ষিণ ভারতীয় নই। আমরা নিজেদের হিমাচলি বা বাঙালিও বলি না। আমরা শুধুই ভারতীয়। দেশপ্রেম আমাদের রক্তে রয়েছে। দেশকে নিয়ে গর্ব করতে আমরা জানি।”
বহু বছর পরে ফের অভিনয়ে ফিরছেন প্রীতি। ‘লাহোর ১৯৪৭’ নামে একটি ছবিতে ফের দেখা যাবে অভিনেত্রীকে। তাঁর বিপরীতে রয়েছেন সানি দেওল।