Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Byomkesh-Durgo Rahoshyo

দেবের ‘দুর্গ রহস্য’- এর প্রথম ঝলক হাজির, নতুন ব্যোমকেশ ৪১ সেকেন্ডে কতটা মন কাড়ল?

টানটান উত্তেজনা, রহস্য-রোমাঞ্চ— কয়েক সেকেন্ডের ঝলকে পুরো আবহ তুলে ধরার চেষ্টা করেছেন বিরসা দাশগুপ্ত। কতটা সফল হলেন পরিচালক?

Fans got excited as Tollywood actor Dev released the pre teaser of his upcoming movie Byomkesh-Durgo Rahoshyo

‘ব্যোমকেশ ও দূর্গরহস্য’ ছবিতে দেব। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ জুলাই ২০২৩ ১৮:০৯
Share: Save:

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘ব্যোমকেশ ও দূর্গরহস্য’ অবলম্বনে ছবি তৈরি করছেন বিরসা দাশগুপ্ত। এমনিতে বাংলায় ব্যোমকেশের ছড়াছড়ি। তবে এ বার নতুন ব্যোমকেশের ভূমিকায় দেখা যাবে দেবকে। আর সত্যবতী হয়েছেন রুক্মিণী মৈত্র। এই দুই নাম ঘোষণার পর যেমন একদল দারুণ উত্তেজিত হয়ে মুখিয়ে রয়েছেন ছবিটা কেমন হয়, দেখার জন্য। তেমনই আরও এক দল প্রস্তুত সমালোচনা করার জন্য। ফলে দেবের ব্যোমকেশ নিয়ে কৌতূহল তুঙ্গে। সম্প্রতি একে একে প্রকাশ্যে এসেছে নায়ক নায়িকার লুক। শনিবার দেখা গেল ছবির ‘প্রি-টিজ়ার’। বাংলা সিনেমার ক্ষেত্রে ট্রেলার কিংবা টিজ়ারের চল থাকলেও এই ‘প্রি-টিজ়ার’ বিষয়টি খুব একটা দেখা যায় না। তবে নতুন কিছু নয়। ট্রেলারেরই এক ঝলক বলা যেতে পারে। ৪১ সেকেন্ডের একটি ভিডিয়ো নিমেষের মধ্যে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যেখানে সাদা ধুতি আর কালো ফ্রেমের চশমায় কয়েক মুহূর্তের জন্য দেখা গিয়েছে ব্যোমকেশ লুকে দেবকে। তা-ও একদম শেষে।

ভিডিয়োর শুরুতেই লেখা, “কানে হেডফোন দিয়ে শুনলে ভাল অভিজ্ঞতা হবে।” অর্থাৎ বোঝা যাচ্ছে, পরিচালক ছবির আবহসঙ্গীতের উপর বিশেষ জোর দিয়েছেন। এই ৪১ সেকেন্ডের মধ্যে রহস্যের স্বাদ দেওয়ার চেষ্টা করলেও অল্প ‘ভিএফএক্স’ এবং আবহ শুনলে খানিকটা মিল পাওয়া যাবে কোনও ইংরেজি সিরিজ়ের সঙ্গে। তবে দেবের ভক্তরা খুবই উত্তেজিত।

আগে রজিত কপূর, উত্তম কুমার, সুশান্ত সিংহ রাজপুত, আবীর চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য-সহ অনেককেই ব্যোমকেশের চরিত্রে দেখেছেন দর্শক। অন্য দিকে সত্যবতী রূপে দেখা গিয়েছিল ঊষসী চক্রবর্তী, সোহিনী সরকার, ঋদ্ধিমা ঘোষকে। শাঁখা-পলা হাতে খাঁটি বাঙালি সাজে রুক্মিণীকে দেখে অবশ্য অনেকে প্রশংসাও করেছেন।

ছবিটি ঘোষণার আগে বিতর্কও কম হয়নি। এক দিকে বিরসা যেমন ছবি তৈরি করেছেন, তেমনই একই প্রেক্ষাপটে সিরিজ় তৈরির কাজে হাত দিয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। দুই টিমই শুটিং করেছে মধ্যপ্রদেশে। তবে সৃজিতের ব্যোমকেশ হয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। বিরসার ব্যোমকেশের ঝলক দেখার পর আপাতত সৃজিতের ব্যোমকেশের এক ঝলক দেখার অপেক্ষায় দর্শক। দেব বনাম অনির্বাণের এই লড়াইয়ে কে এগিয়ে থাকবেন তা অবশ্য ক্রমশ প্রকাশ্য।

অন্য বিষয়গুলি:

Byomkesh Dev Bengali Movie Upcoming Movie
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy