Advertisement
২২ জানুয়ারি ২০২৫
bollywood

অভাবী শৈশব, একাধিক প্রেম, ব্যর্থ দাম্পত্য... সম্পত্তির বড় অংশ দান করেন অকালপ্রয়াত এই নায়িকা

জর্জের সঙ্গে শ্রীবিদ্যার বিবাহবিচ্ছেদের মামলা চলেছিল অনেক দিন ধরে। শেষে দীর্ঘ আইনি লড়াইয়ে জয়ী হন শ্রীবিদ্যা। এর পর তিনি চেন্নাই ছেড়ে চলে এসেছিলেন তিরুঅনন্তপুরমে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ মে ২০২০ ১১:০০
Share: Save:
০১ ১৭
আজকের চেন্নাই, সে কালের মাদ্রাজ শহরে শ্রীবিদ্যার জন্ম ১৯৫৩ সালের ২৪ জুলাই। তাঁরা বাবা কৃষ্ণমূর্তি ছিলেন তামিল ছবির কৌতুকাভিনেতা। কর্নাটকি ধ্রুপদী সঙ্গীতের প্রথম সারির শিল্পী ছিলেন তাঁর মা, এম এল বসন্তকুমারী।

আজকের চেন্নাই, সে কালের মাদ্রাজ শহরে শ্রীবিদ্যার জন্ম ১৯৫৩ সালের ২৪ জুলাই। তাঁরা বাবা কৃষ্ণমূর্তি ছিলেন তামিল ছবির কৌতুকাভিনেতা। কর্নাটকি ধ্রুপদী সঙ্গীতের প্রথম সারির শিল্পী ছিলেন তাঁর মা, এম এল বসন্তকুমারী।

০২ ১৭
শ্রীবিদ্যা এবং তাঁর ভাই শঙ্কর রামন যখন ছোট, তাঁদের সংসারে নেমে আসে অভাবের ছায়া। অসুস্থতার জন্য অভিনয় ছাড়তে বাধ্য হন তাঁদের বাবা। সংসার চালানোর পুরো দায়িত্ব এসে পড়ে তাঁদের মা বসন্তকুমারীর উপর।

শ্রীবিদ্যা এবং তাঁর ভাই শঙ্কর রামন যখন ছোট, তাঁদের সংসারে নেমে আসে অভাবের ছায়া। অসুস্থতার জন্য অভিনয় ছাড়তে বাধ্য হন তাঁদের বাবা। সংসার চালানোর পুরো দায়িত্ব এসে পড়ে তাঁদের মা বসন্তকুমারীর উপর।

০৩ ১৭
এই আর্থিক অভাব থেকেই চরমে ওঠে দাম্পত্য-বিবাদ। তার প্রভাব পড়েছিল শ্রীবিদ্যার শৈশবেও। তবে শৈশব বেশি দিন উপভোগ করার অবসরও পাননি। মায়ের একার পক্ষে উপার্জন সম্ভব হচ্ছিল না। বাধ্য হয়ে অভিনয় শুরু করেন শ্রীবিদ্যাও।

এই আর্থিক অভাব থেকেই চরমে ওঠে দাম্পত্য-বিবাদ। তার প্রভাব পড়েছিল শ্রীবিদ্যার শৈশবেও। তবে শৈশব বেশি দিন উপভোগ করার অবসরও পাননি। মায়ের একার পক্ষে উপার্জন সম্ভব হচ্ছিল না। বাধ্য হয়ে অভিনয় শুরু করেন শ্রীবিদ্যাও।

০৪ ১৭
শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় ১৯৬৬ সালে। প্রবাদপ্রতিম অভিনেতা শিবাজি গণেশনের সঙ্গে অভিনয় করেছিলেন তামিল ছবি ‘থিরুভারুতচেলভার’-এ। কিশোরী শ্রীবিদ্যা এর পর কাজ করেন তেলুগু ও মালয়ালম ছবিতেও।

শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় ১৯৬৬ সালে। প্রবাদপ্রতিম অভিনেতা শিবাজি গণেশনের সঙ্গে অভিনয় করেছিলেন তামিল ছবি ‘থিরুভারুতচেলভার’-এ। কিশোরী শ্রীবিদ্যা এর পর কাজ করেন তেলুগু ও মালয়ালম ছবিতেও।

০৫ ১৭
নায়িকার ভূমিকায় তাঁর প্রথম ছবি ‘দিল্লি টু মাদ্রাজ’, মুক্তি পেয়েছিল ১৯৭২ সালে। ক্রমে তামিল ও মালয়ালম বিনোদনের জনপ্রিয় মুখ হয়ে ওঠেন তিনি। অভিনয় করেছেন তেলুগু ও হিন্দি ছবিতেও। ৪০ বছরের দীর্ঘ কেরিয়ারে অভিনয় করেছেন ৮০০টিরও বেশি ছবিতে। বড় পর্দার পাশাপাশি অভিনয় করেছেন টেলিভিশনেও।

নায়িকার ভূমিকায় তাঁর প্রথম ছবি ‘দিল্লি টু মাদ্রাজ’, মুক্তি পেয়েছিল ১৯৭২ সালে। ক্রমে তামিল ও মালয়ালম বিনোদনের জনপ্রিয় মুখ হয়ে ওঠেন তিনি। অভিনয় করেছেন তেলুগু ও হিন্দি ছবিতেও। ৪০ বছরের দীর্ঘ কেরিয়ারে অভিনয় করেছেন ৮০০টিরও বেশি ছবিতে। বড় পর্দার পাশাপাশি অভিনয় করেছেন টেলিভিশনেও।

০৬ ১৭
তাঁর ফিল্মোগ্রাফিতে উল্লেখযোগ্য হল ‘ভেল্লি ভিজা’, ‘সোলাথান নিনাইক্কিরেন’, ‘অপূর্ব রাগাঙ্গল’, ‘ইরাকল’, ‘রচনা’, ‘জীবিতম ওরু গনম’, ‘অভিচরিতুম’, ‘থলপথি’, ‘কালাইমামানি’, ‘রাগম থানম পল্লবী’, ‘দিগ্বিজয়ম’, ‘অণুপল্লবী’, ‘বৃন্দাবনম’, ‘নীলগিরি এক্সপ্রেস’, ‘নাম ইরুভার’, ‘ভিকি দাদা’, ‘ধর্ম চক্রম’, ‘এরাডু মুখা’, ‘অশ্বমেধ’ এবং ‘সুপ্রভাত’।

তাঁর ফিল্মোগ্রাফিতে উল্লেখযোগ্য হল ‘ভেল্লি ভিজা’, ‘সোলাথান নিনাইক্কিরেন’, ‘অপূর্ব রাগাঙ্গল’, ‘ইরাকল’, ‘রচনা’, ‘জীবিতম ওরু গনম’, ‘অভিচরিতুম’, ‘থলপথি’, ‘কালাইমামানি’, ‘রাগম থানম পল্লবী’, ‘দিগ্বিজয়ম’, ‘অণুপল্লবী’, ‘বৃন্দাবনম’, ‘নীলগিরি এক্সপ্রেস’, ‘নাম ইরুভার’, ‘ভিকি দাদা’, ‘ধর্ম চক্রম’, ‘এরাডু মুখা’, ‘অশ্বমেধ’ এবং ‘সুপ্রভাত’।

০৭ ১৭
শুধু অভিনেত্রী-ই নন। শ্রীবিদ্যা ছিলেন এক জন ধ্রুপদী সঙ্গীতশিল্পীও। প্লেব্যাক-ও করেছেন বেশ কিছু ছবিতে। তবে তাঁর ব্যক্তিগত জীবনে সুর কেটেছে বার বার। তরুণী শ্রীবিদ্যার বিয়ের কথা হয়েছিল অমেরিকাপ্রবাসী এক ডাক্তারের সঙ্গে। কিন্তু শোনা যায়, সে সময় কন্যাপণ ও বিয়ের অন্যান্য খরচ যোগাড় করতে অপারগ ছিল তাঁর পরিবার।

শুধু অভিনেত্রী-ই নন। শ্রীবিদ্যা ছিলেন এক জন ধ্রুপদী সঙ্গীতশিল্পীও। প্লেব্যাক-ও করেছেন বেশ কিছু ছবিতে। তবে তাঁর ব্যক্তিগত জীবনে সুর কেটেছে বার বার। তরুণী শ্রীবিদ্যার বিয়ের কথা হয়েছিল অমেরিকাপ্রবাসী এক ডাক্তারের সঙ্গে। কিন্তু শোনা যায়, সে সময় কন্যাপণ ও বিয়ের অন্যান্য খরচ যোগাড় করতে অপারগ ছিল তাঁর পরিবার।

০৮ ১৭
তা ছাড়া, মেয়ের উপার্জনও সে সময় সংসারের প্রধান মেরুদণ্ড ছিল। ফলে অভিনয় ছেড়ে বিবাহিত জীবন শুরু করা সেই মুহূর্তে তাঁর হয়ে ওঠেনি। তবে তাঁর জীবনে প্রেম এসেছে একাধিকবার।

তা ছাড়া, মেয়ের উপার্জনও সে সময় সংসারের প্রধান মেরুদণ্ড ছিল। ফলে অভিনয় ছেড়ে বিবাহিত জীবন শুরু করা সেই মুহূর্তে তাঁর হয়ে ওঠেনি। তবে তাঁর জীবনে প্রেম এসেছে একাধিকবার।

০৯ ১৭
‘অপূর্ব রাগাঙ্গল’ ছবির সময়ে তিনি আর কমল হাসান গভীর সম্পর্কে জড়িয়ে পড়েন। তাঁদের সম্পর্কে সম্মতি ছিল দু’জনের বাড়িরও। কিন্তু বিয়ে অবধি গড়ায়নি তাঁদের প্রণয়। দু’জনেই বেরিয়ে আসেন সম্পর্ক থেকে। বিচ্ছেদের কারণ নিয়ে কেউ-ই মুখ খোলেননি।

‘অপূর্ব রাগাঙ্গল’ ছবির সময়ে তিনি আর কমল হাসান গভীর সম্পর্কে জড়িয়ে পড়েন। তাঁদের সম্পর্কে সম্মতি ছিল দু’জনের বাড়িরও। কিন্তু বিয়ে অবধি গড়ায়নি তাঁদের প্রণয়। দু’জনেই বেরিয়ে আসেন সম্পর্ক থেকে। বিচ্ছেদের কারণ নিয়ে কেউ-ই মুখ খোলেননি।

১০ ১৭
২০০৬ সালে, শ্রীবিদ্যা যখন মৃত্যুশয্যায়, তাঁর সঙ্গে দেখা করেছিলেন কমল হাসান। দু’বছর পরে মুক্তিপ্রাপ্ত মালয়ামলম ছবি ‘থিরাক্কথা’-র বিষয়বস্তু ছিল তাঁদের সম্পর্কের টানাপড়েন।

২০০৬ সালে, শ্রীবিদ্যা যখন মৃত্যুশয্যায়, তাঁর সঙ্গে দেখা করেছিলেন কমল হাসান। দু’বছর পরে মুক্তিপ্রাপ্ত মালয়ামলম ছবি ‘থিরাক্কথা’-র বিষয়বস্তু ছিল তাঁদের সম্পর্কের টানাপড়েন।

১১ ১৭
কমল হাসানের পরে শ্রীবিদ্যার জীবনে এসেছিলেন মালয়ালম ছবির পরিচালক জর্জ থমাস। বাড়ির অমতে তাঁরা বিয়ে করেন ১৯৭৬ সালে। কিন্তু চার বছর পরেই ডিভোর্স হয়ে যায়। শোনা যায়, শ্রীবিদ্যা চেয়েছিলেন বিয়ের পরে অভিনয় ছেড়ে দিতে। গৃহবধূ হয়ে সংসার করা-ই ছিল তাঁর স্বপ্ন।

কমল হাসানের পরে শ্রীবিদ্যার জীবনে এসেছিলেন মালয়ালম ছবির পরিচালক জর্জ থমাস। বাড়ির অমতে তাঁরা বিয়ে করেন ১৯৭৬ সালে। কিন্তু চার বছর পরেই ডিভোর্স হয়ে যায়। শোনা যায়, শ্রীবিদ্যা চেয়েছিলেন বিয়ের পরে অভিনয় ছেড়ে দিতে। গৃহবধূ হয়ে সংসার করা-ই ছিল তাঁর স্বপ্ন।

১২ ১৭
কিন্তু এটা মেনে নেননি জর্জ। তিনি চেয়েছিলেন স্ত্রী অভিনয় চালিয়ে যাক। এই নিয়েই দু’জনের মতের অমিল ফাটল ধরায় সংসারে। সেই ব্যবধান আর দূর হয়নি।

কিন্তু এটা মেনে নেননি জর্জ। তিনি চেয়েছিলেন স্ত্রী অভিনয় চালিয়ে যাক। এই নিয়েই দু’জনের মতের অমিল ফাটল ধরায় সংসারে। সেই ব্যবধান আর দূর হয়নি।

১৩ ১৭
এর পর মালয়লম ছবির আর এক পরিচালক ভারথনের সঙ্গে শ্রীবিদ্যার সম্পর্ক হয়। তাঁকে নায়িকা করে বেশ কিছু ছবি বানান ভারথন। কিন্তু তাঁদের প্রেমও ভেঙে যায়। ভারথন বিয়ে করেন অভিনেত্রী ললিতাকে।

এর পর মালয়লম ছবির আর এক পরিচালক ভারথনের সঙ্গে শ্রীবিদ্যার সম্পর্ক হয়। তাঁকে নায়িকা করে বেশ কিছু ছবি বানান ভারথন। কিন্তু তাঁদের প্রেমও ভেঙে যায়। ভারথন বিয়ে করেন অভিনেত্রী ললিতাকে।

১৪ ১৭
জর্জের সঙ্গে শ্রীবিদ্যার বিবাহবিচ্ছেদের মামলা চলেছিল অনেক দিন ধরে। শেষে দীর্ঘ আইনি লড়াইয়ে জয়ী হন শ্রীবিদ্যা। এর পর তিনি চেন্নাই ছেড়ে চলে এসেছিলেন তিরুঅনন্তপুরমে।

জর্জের সঙ্গে শ্রীবিদ্যার বিবাহবিচ্ছেদের মামলা চলেছিল অনেক দিন ধরে। শেষে দীর্ঘ আইনি লড়াইয়ে জয়ী হন শ্রীবিদ্যা। এর পর তিনি চেন্নাই ছেড়ে চলে এসেছিলেন তিরুঅনন্তপুরমে।

১৫ ১৭
২০০৩ সালে জানা যায় শ্রীবিদ্যা ক্যানসারে আক্রান্ত। চিকিৎসা শুরু হলেও রোগ দ্রুত ছড়িয়ে পড়ে তাঁর শরীরে। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে শ্রীবিদ্যা প্রয়াত হন ২০০৬-এ।

২০০৩ সালে জানা যায় শ্রীবিদ্যা ক্যানসারে আক্রান্ত। চিকিৎসা শুরু হলেও রোগ দ্রুত ছড়িয়ে পড়ে তাঁর শরীরে। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে শ্রীবিদ্যা প্রয়াত হন ২০০৬-এ।

১৬ ১৭
সারা জীবনের সঞ্চয়ের বেশির ভাগ অংশই শ্রীবিদ্যা দান করে গিয়েছিলেন একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে। সেই সংস্থা দুঃস্থ মেধাবী পড়ুয়াদের পড়াশোনার ব্যয় বহন করে। আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েদের জন্য একটি নাচ ও গান শেখার প্রতিষ্ঠানও তৈরি করেছিল তারা। পাশাপাশি অভাবী শিল্পীদের চিকিৎসার ব্যয় বহন করাও ছিল তাদের অন্যতম কাজ।

সারা জীবনের সঞ্চয়ের বেশির ভাগ অংশই শ্রীবিদ্যা দান করে গিয়েছিলেন একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে। সেই সংস্থা দুঃস্থ মেধাবী পড়ুয়াদের পড়াশোনার ব্যয় বহন করে। আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েদের জন্য একটি নাচ ও গান শেখার প্রতিষ্ঠানও তৈরি করেছিল তারা। পাশাপাশি অভাবী শিল্পীদের চিকিৎসার ব্যয় বহন করাও ছিল তাদের অন্যতম কাজ।

১৭ ১৭
নিজের অর্জিত সম্পত্তি থেকে ভাইয়ের সন্তানদের প্রত্যেককে পাঁচ লাখ টাকা এবং তাঁকে যাঁরা দেখভাল করতেন, সেই পরিচারক ও পরিচারিকাদের প্রত্যেকের জন্য শ্রীবিদ্যা রেখে গিয়েছিলেন এক লাখ টাকা।

নিজের অর্জিত সম্পত্তি থেকে ভাইয়ের সন্তানদের প্রত্যেককে পাঁচ লাখ টাকা এবং তাঁকে যাঁরা দেখভাল করতেন, সেই পরিচারক ও পরিচারিকাদের প্রত্যেকের জন্য শ্রীবিদ্যা রেখে গিয়েছিলেন এক লাখ টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy