Advertisement
১৬ জানুয়ারি ২০২৫
Tiasha Roy

Tiyasha Interview: বিয়ে করলে অবশ্যই সুবানকে নিমন্ত্রণ জানাব: তিয়াসা

নতুন ধারাবাহিক আসতে এখনও খানিক দেরি। দু’দিন ধরে জন্মদিন উদ্‌যাপনে মাতলেন তিয়াসা।

আনন্দবাজার অনলাইনে অকপট তিয়াসা।

আনন্দবাজার অনলাইনে অকপট তিয়াসা।

উৎসা হাজরা
শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২২ ১৫:২৪
Share: Save:

১৬ অগস্ট তিয়াসা লেপচার জন্মদিন। এখনও ‘শ্যামা’বলেই ইন্ডাস্ট্রিতে তাঁর পরিচয়। জন্মদিনের উদ্‌যাপনের মাঝেই আনন্দবাজার অনলাইনের সঙ্গে আড্ডায় অভিনেত্রী।

প্রশ্ন: ‌যদিও প্রশ্নটা একটু অস্বস্তিকর তবু জিজ্ঞাসা করি, বয়স কত হল?

তিয়াসা: ২৪ বছর হয়ে গেল।

প্রশ্ন: এই ২৪ বছরের জীবনে কী শিখলেন?

তিয়াসা: অনেক কিছু। কাউকে বিশ্বাস করতে নেই। আমার মনে হচ্ছে, অনেকটা বড় হয়ে গিয়েছি।

প্রশ্ন: বড় হওয়া ভাল?

তিয়াসা: এত তাড়াতাড়ি বড় হতে চাইনি। পরিস্থিতি আমাকে বড় করে দিল। আমি বাড়ির সবার ছোট এবং আদরের। তাই সত্যিই বড় হতে চাই না।

প্রশ্ন: জন্মদিনের পরিকল্পনা কী?

তিয়াসা: ১৫ অগস্ট রাতে ইন্ডাস্ট্রির বন্ধুদের সঙ্গে পার্টি করেছি। রাত ১২টায় কেক কেটেছি। আমার ছোটবেলার বন্ধুরা এসেছে গোবরডাঙা থেকে। ওদের সঙ্গে কাটাব সারা দিন। ইতিমধ্যেই সাতটা কেক কেটে ফেলেছি।

প্রশ্ন: ইন্ডাস্ট্রিতে বন্ধু হয়?

তিয়াসা: হ্যাঁ, বন্ধু আছে। যদিও বেশির ভাগ বন্ধুই আমার সিনিয়র। ছোটবেলার বন্ধুদের মতো কেউই হয় না। কিন্তু ইন্ডাস্ট্রির সিনিয়ররাও আমার শুভাকাঙ্ক্ষী।

প্রশ্ন: প্রথম ধারাবাহিকেই এত সাফল্য! অভিনয়ে সফল না হলে কী করতেন?

তিয়াসা: ‘প্ল্যান বি’ করে রাখিনি। আমি মনে করি, যা হয়, তা ভালর জন্যই হয়। আমি কারও খারাপ করিনি, সুতরাং আমারও কোনও খারাপ হবে না।

প্রশ্ন: আর এই যে খারাপ কথা রটে মাঝেমাঝেই, অন্য ইঙ্গিত করা হয়, মদন মিত্রর সঙ্গে ছবি দেওয়ার পর নানা কথা উঠেছিল, সে সবকে কী ভাবে দেখেন?

তিয়াসা: আমাকে এক জন একটা কথা বলেছিল, যা আমি সারাজীবন মনে রাখব। যখন জানবে তোমাকে নিয়ে চর্চা হচ্ছে, তখন বুঝবে তুমি উন্নতি করছ।

প্রশ্ন: তা হলে তিয়াসা কি এখন ‘সিঙ্গল’?

তিয়াসা: হ্যাঁ,পুরোদস্তুর। ন্যাড়া এক বারই বেলতলায় যায়।

প্রশ্ন: তাহলে কি আর বিয়ে করবেন না?

তিয়াসা: কেন করব না! অবশ্যই করব। ভাল মানুষ খুঁজে পেলেই বিয়ে করে নেব। ধুমধাম করে বিয়ে করব।

প্রশ্ন: বিয়েতে সুবানকে ডাকবেন?

তিয়াসা: অবশ্যই। আমার বিয়েতে নিশ্চয়ই সুবান নিমন্ত্রিত হবে। ইন্ডাস্ট্রির সবাইকেই নেমন্তন্ন করব।

অন্য বিষয়গুলি:

Tiasha Roy Actress Interview
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy