সমদর্শী দত্ত। ফাইল চিত্র।
ইন্ডাস্ট্রিতে এক যুগ কাটিয়ে ফেলেছেন তিনি। ‘ইচ্ছে’ দিয়ে টলিউডে যাত্রা শুরু সমদর্শী দত্তর। সদ্য মুক্তি পেল বুদ্ধদেব গুহর গল্প অবলম্বনে তৈরি তাঁর নতুন ছবি ‘প্রাপ্তি।’ ‘এফটিআইআই’-এর দিন থেকে টলিউডে তাঁর আজকের অবস্থান, অকপট সমদর্শী।
প্রশ্ন: জীবনে ‘অপ্রাপ্তি’ কি কিছু আছে?
সমদর্শী: না। সত্যিই ভগবানের কাছে কৃতজ্ঞ। আমার জীবনে অপ্রাপ্তি বলে কিছু নেই। যেটুকু পেয়েছি তাতেই খুশি।
প্রশ্ন: বুদ্ধদেব গুহর গল্প অবলম্বনে তৈরি ছবি ‘প্রাপ্তি’। আপনার কী প্রাপ্তি হল?
সমদর্শী: কলকাতা চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছি, সেটাই বড় প্রাপ্তি। প্রচুর মানুষ পছন্দও করেছেন।
প্রশ্ন: ‘এফটিআইআই’-এর ছাত্র আপনি। সেই সব দিন মনে পড়ে?
সমদর্শী: দিনগুলো সত্যিই খুব ভাল ছিল। আসলে দু’টি ইন্সটিটিউটে পড়ার কথা ভেবে রেখেছিলাম। প্রথম পছন্দ ছিল, ‘ন্যাশনাল স্কুল অব ড্রামা’। না হলে ‘পুনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট।’ কিন্তু ‘এনএসডি’ প্রবেশিকা পরীক্ষার দিন হঠাৎ গলায় কী যেন হয়। পরীক্ষাটাই দিতে পারিনি।
প্রশ্ন: পুনে থেকে ফিরেই ‘ইচ্ছে’, মূলত অন্য ধারার ছবির মুখ আপনি, ‘মশালা’ ছবির হিরো হতে ইচ্ছে হয়?
সমদর্শী: ইদানীং কি তেমন ছবি আদৌ খুব বেশি তৈরি হয়? তবে অবশ্যই তেমন ছবি পরিচালনা করতে চাই। এই যুগে কন্টেন্টকে যদি সেই মোড়কে তৈরি করা যায়, না করার কিছু নেই। আলাদা করে কোনও কাজকে দেখি না।
প্রশ্ন: টেলিভিশন দিয়েই হাতেখড়ি, বর্তমান ধারাবাহিকে কাজ করার ইচ্ছে আছে?
সমদর্শী: এই মুহূর্তে দাঁড়িয়ে কখন কী হবে, কী করতে পারব, বলাটা কঠিন। আমার কিছু ছবি তৈরি হয়ে আছে। আমি জানিই না, কোন ছবি আগামী দু’মাসে মুক্তি পাবে। আমাদের পেশায় পরিকল্পনা করে কোনও কিছু হয় না। যদি না কোনও বড় প্রোডাকশন হাউস সঙ্গে থাকে।
প্রশ্ন: মাথার উপর বড় প্রোডাকশন হাউস থাকা কি খুব জরুরি?
সমদর্শী: বড় প্রোডাকশন হাউস হলে অনেক বিষয় নিয়ে চিন্তা করতে হয় না। যুদ্ধে দু’পা বেশি এগিয়ে থাকা যায়। অনেক কিছু সামলানোর মানুষ থাকে।
প্রশ্ন: আপনার মনে হয়নি, বড় প্রোডাকশন ছাড়া কাজ করব না, সেটা হলেই আমার বাজারদর বাড়বে?
সমদর্শী: প্রত্যেক শুক্রবার ‘বাজারদর’ পরিবর্তন হয়। তাই সেই ভাবে ভাবিনি কখনও।
প্রশ্ন: ‘ইচ্ছে’র চূড়ান্ত সাফল্যের পর কেন কোনও নামজাদা হাউসের মুখ হিসেবে আপনাকে দেখা গেল না?
সমদর্শী: সে তো ওঁরাই বলতে পারবেন। যাঁদের ইঙ্গিত করে এই প্রশ্ন, তাঁদেরকেই জিজ্ঞেস করতে হবে।
প্রশ্ন: কেন সুযোগ পেলাম না, এ নিয়ে আপনার ক্ষোভ হয় না?
সমদর্শী: হ্যাঁ মনে হয়েছে অনেক বার। এত বছরে মনে হয়নি বললে ভুল বলা হবে। কিন্তু তারপর সেই মনে হওয়াকে প্রশ্রয় দিইনি। কারণ এ কথা ভাবলে একটা খারাপ লাগা তৈরি হবে। খারাপ লাগা থাকলে সামনে এগোনো যাবে না। এ টুকু জানি, ভাল কাজ করতে এসেছি, ভাল কাজ করব।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy