নাজিয়া হাসানের কণ্ঠের মাদকতা ‘ডিস্কো দিওয়ানে’ করে তুলেছিল সবাইকে। আটের দশকে বড় হওয়া প্রজন্মের কাছে তাঁর গান ছিল আলাদা আকর্ষণ। ব্যক্তিগত জীবনে যন্ত্রণায় আকণ্ঠ ডুবে থেকে জমজমাট পারফরম্যান্স উপহার দিতেন তিনি। ফুসফুসে কর্কট রোগের সংক্রমণ থেকে কোনও অংশে কম ছিল না জীবনসঙ্গীর থেকে পাওয়া আঘাত। (ছবি: সোশ্যাল মিডিয়া)