Advertisement
০৫ নভেম্বর ২০২৪

তরুণ মজুমদারের মানবিকতা

মানবিক মূল্যবোধকে ঘিরেই তাঁর যাবতীয় ছবি— জানালেন পরিচালক তরুণ মজুমদার। তরুণবাবুর পরিচালনার ৫০তম বর্ষপূর্তি উপলক্ষে ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-আয়োজিত এক সংবর্ধনা সভায় টলিউডের অল-টাইম-ফেভারিট তরুণবাবু বললেন, মানবিক মূল্যবোধের কোনও পরিবর্তন হবে না কখনও।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৯ জুন ২০১৫ ০০:০২
Share: Save:

মানবিক মূল্যবোধকে ঘিরেই তাঁর যাবতীয় ছবি— জানালেন পরিচালক তরুণ মজুমদার। তরুণবাবুর পরিচালনার ৫০তম বর্ষপূর্তি উপলক্ষে ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-আয়োজিত এক সংবর্ধনা সভায় টলিউডের অল-টাইম-ফেভারিট তরুণবাবু বললেন, মানবিক মূল্যবোধের কোনও পরিবর্তন হবে না কখনও। তাই তাঁর ছবিতে এর জায়গাটা স্থায়ী। তাঁর ছবিতে এই মূল্যবোধের সঙ্গ দেয় যৌথ পরিবারের মতো প্রতিষ্ঠান। ঠিক এখানটাতেই তাঁর ঘরানার শিকড় প্রোথিত রয়েছে বলে তিনি মনে করেন। এটাই পরম্পরা, এটাই ‘বাঙালিয়ানা’। এই পথ থেকে কখনই সরে যাবেন না বলে জানালেন ‘বালিকা বধূ’, ‘পলাতক’, ‘গণদেবতা’, ‘দাদার কীর্তি’-র পরিচালক।

প্রথমে ‘যাত্রিক’ গোষ্ঠীর অন্যতম সদস্য হিসেবে ও পরে ১৯৬৫-তে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত ‘একটুকু বাসা’ দিয়ে এককভাবে ছবি নির্মাণ শুরু করে তরুণবাবু পৌঁছতে পেরেছেন বাঙালির অন্তরের একান্তে। ছবিতে রবীন্দ্র সংগীতের অনিবার্য ব্যবহারও তাঁর এক অনন্য বৈশিষ্ট্য। সভায় উপস্থিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় জানালেন, তরুণবাবুর ‘সংসার সীমান্তে’ তাঁর প্রিয় ছবি। স্মৃতিকাতর ‘চারুলতা’ একই সঙ্গে এ দিন আবিল হলেন ‘তরুণ-তপন-মানিক’-চর্চায়।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE