কয়েকটা বই পড়েই, জীবনের দু’-তিন বছর ব্যয় করলেই আইএএস আধিকারিক হওয়া যায়। কিন্তু ছবির পরিচালক হওয়া মোটেই সহজ বিষয় নয়। মন্তব্যের জেরে ফের বিতর্কে পড়েছেন ‘অ্যানিম্যাল’-এর পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গা। নানা রকমের মন্তব্য করে প্রায়ই বিতর্কে জড়ান তিনি। ফের এই মন্তব্যের জন্য রোষানলে পড়লেন বঙ্গা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সন্দীপ রেড্ডি বঙ্গা বলে বসেন, “আইএএস হতে গেলে কী করতে হয়? দিল্লি গিয়ে কোনও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যান। জীবনের দু’-তিনটি বছর খরচ করুন, আর আইএএস হয়ে যান। নির্দিষ্ট কিছু বই পড়তে হবে। ধরা যাক, দেড় হাজার বই পড়তে হবে, মন দিয়ে পড়লেই পরীক্ষায় পাশ করা যায়। এটা আমি লিখে দিতে পারি। কিন্তু চিত্রনির্মাতা বা লেখক হতে গেলে আপনি কোনও প্রশিক্ষক পাবেন না।” এই মন্তব্যের পর থেকেই তাঁর দিকে ধেয়ে আসছে তির্যক মন্তব্য। সন্দীপের এই মন্তব্য মূলত ছিল আইএএস আধিকারিক বিকাশ দিব্যকীর্তির উদ্দেশে। তিনি এক সময়ে ‘অ্যানিম্যাল’ ছবির সমালোচনা করেছিলেন।
আরও পড়ুন:
তবে সন্দীপ রেড্ডি বঙ্গার মন্তব্যে চটেছেন নেটাগরিকেরা। এক জন খোঁচা দিয়ে মন্তব্য করেন, “মুখ খুললেই খারাপ কথাই বলেন। এ বার সত্যিই এই লোকটার চুপ করা দরকার। কথা বললেই নেতিবাচক বিষয়গুলো নিয়ে বড়াই করেন।” আর এক জনের কথায়, “এই লোকটা কবে শিশুদের মতো বোকা বোকা কথা বলা বন্ধ করবে! যে কেউ আজকাল ছবির পরিচালক হতে পারে। আইএএস আধিকারিক হওয়া মোটেই সহজ নয়।”
‘অ্যানিম্যাল’ ছবির জন্যও বিস্তর সমালোচনার মুখে পড়েছিলেন বঙ্গা। উগ্র পৌরুষের প্রদর্শন, সামাজিক দায়বদ্ধতার অভাব, নারীবিদ্বেষী মনোভাব ইত্যাদি নানা কারণে এ ছবিকে সমালোচনার মুখে পড়তে হয়েছে।