‘ডাকঘর’ ওয়েব সিরিজ়ে জুটি বেঁধেছেন সুহোত্র এবং দিতিপ্রিয়া। ছবি: সংগৃহীত।
এক অখ্যাত গ্রাম। শহর থেকে আসা নতুন পোস্টমাস্টারের হাতে বন্ধ ডাকঘর নবজীবন ফিরে পাচ্ছে। বিষয়টা একটু চেনা লাগছে নিশ্চয়ই। হইচই-এর নতুন ওয়েব সিরিজ় ‘ডাকঘর’-এর ট্রেলার যাঁরা দেখেছেন, তাঁদের কারও মনে পড়ছে ‘পোস্টমাস্টার’ বা ‘তিন কন্যা’ ছবির কথা। আবার কেউ খুঁজে পাচ্ছেন হালের জনপ্রিয় ‘পঞ্চায়েত’ হিন্দি ওয়েব সিরিজ়ের স্বাদ। কিন্তু সত্যিই কি তাই? নাকি রবীন্দ্রনাথ ঠাকুর এবং সত্যজিৎ রায়ের প্রতি এই সিরিজ় নির্মাতাদের তরফে শ্রদ্ধার্ঘ্য?
প্রশ্ন শুনে অবশ্য সিরিজ়ের পরিচালক অভ্রজিৎ সেন বিষয়টাকে অন্য ভাবে ব্যখ্যা করতে চাইলেন। পরিচালকের মতে, তাঁর সিরিজ়ের সঙ্গে এই কনটেন্টগুলির কোনও প্রত্যক্ষ মিল নেই। বলছিলেন, ‘‘রবীন্দ্রনাথ বা সত্যজিৎ বাঙালি সংস্কৃতির একটা বড় অংশ জুড়ে রয়েছেন। তাই অনুপ্রেরণা থেকে যায়। কিন্তু এই সিরিজ়ের মাধ্যমে আমরা ওঁদের সচেতন ভাবে শ্রদ্ধার্ঘ্য জানাতে চাইনি।’’ বরং তিনি আগাম জানিয়ে রাখলেন, ‘‘ট্রেলার দেখে যাঁরা সাদৃশ্য খুঁজে পাচ্ছেন, সিরিজ়টা দেখার পর কিন্তু সেই ধারণা ভুল প্রমাণিত হবে।’’
গ্রামকেন্দ্রিক গল্প এখন বাংলা ছবিতে খুব বেশি তৈরি হয় না বলেই মনে করেন অভ্রজিৎ। তাঁর কথায়, ‘‘সহজ-সরল জীবনের একটা একটা টুকরো ছবি দর্শকের সামনে তুলে ধরতে চেয়েছি। এটুকু বলতে পারি, গ্রাম এবং শহর— উভয় দর্শক আমাদের গল্পে তাঁদের চেনা গ্রামজীবনকেই খুঁজে পাবেন।’’
অঞ্জন দত্ত এবং সৃজিত মুখোপাধ্যায়ের সহযোগী পরিচালক হিসেবে দীর্ঘ দিন কাজ করেছেন অভ্রজিৎ। কেরিয়ারের প্রথম ওয়েব সিরিজ়কে বাস্তবের মাটি মিশিয়েই গড়েছেন তিনি। এই সিরিজ়ে জুটি বেঁধেছেন সুহোত্র মুখোপাধ্যায় এবং দিতিপ্রিয়া রায়। নতুন এই জুটিকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী মনে হল পরিচালককে। তাঁর কথায়, ‘‘খুব ভাল কাজ করেছে ওরা। কাঞ্চনদা(মল্লিক) রয়েছেন। আবার টিমে নতুনরাও রয়েছেন। আশা করছি দর্শক নিরাশ হবেন না।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy