Advertisement
২৩ নভেম্বর ২০২৪
Television

করোনা: অবরুদ্ধ বিনোদন দুনিয়া

অডিটোরিয়াম, সিনেমা হল, জিম বন্ধ।শুিটংও বাতিল করা হয়েছে নানা ছবির।এ বার প্রশ্ন,সিরিয়াল পাড়ায় কী হবে?করোনাভাইরাস নিয়ে আতঙ্কের সঙ্গে ব্যবসায়িক ক্ষতির আতঙ্কও গ্রাস করেছে বিনোদন দুনিয়াকে।

শুটিংয়ে পরমব্রত ও সৌমিত্র

শুটিংয়ে পরমব্রত ও সৌমিত্র

নি্জস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৭ মার্চ ২০২০ ০০:০৩
Share: Save:

কার্যত ঘরবন্দি হওয়ারই অবস্থা সেলেব্রিটিদের। অনেক সিনেমারই শুটিং বাতিল হয়েছে। পাশাপাশি ইভেন্ট, অনুষ্ঠানও পিছিয়ে যাচ্ছে। তার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নির্দেশ দেন, রাজ্যের সিনেমা হলগুলি যেন আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখা হয়। ফলে করোনাভাইরাস নিয়ে আতঙ্কের সঙ্গে ব্যবসায়িক ক্ষতির আতঙ্কও গ্রাস করেছে বিনোদন দুনিয়াকে।

অ্যাকশন-কাট

ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন থেকে রবিবার রাতেই সিনেমা-সিরিয়ালের শুটিং বন্ধের নির্দেশিকা জারি করা হয়। যদিও টলিউডে অনেক ক্ষেত্রেই তা কার্যকর হয়নি। সিরিয়াল পাড়ায় শুটিং সোমবারও চলেছে। টেলি প্রযোজকদের মতে, হুট করে শুটিং থামিয়ে দেওয়া সম্ভব নয়। ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি পিয়া সেনগুপ্ত বললেন, ‘‘প্রোডিউসার অ্যাসোসিয়েশনের সঙ্গে সোমবার বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু অধিকাংশ প্রযোজকই শহরের বাইরে। আমরা আজকের মধ্যেই মিটিং করে সিদ্ধান্ত জানাব।’’ সিরিয়ালের শুটিং বন্ধ হওয়া মানে টেলিকাস্টেও কোপ পড়বে। সে ক্ষেত্রে টেলি-ইন্ডাস্ট্রি বড় ধরনের আর্থিক ক্ষতির মধ্যে পড়বে।

এ দিকে মুখ্যমন্ত্রীর সিনেমা হল বন্ধের বার্তার পরে যে ছবিগুলি বর্তমানে চলছে সেগুলিও ব্যবসায়িক ক্ষতির মুখে পড়বে। সেই ছবিগুলি পরে আবার কী ভাবে রিলিজ় করা যায়, সকলে এখন সেটাই ভাবছেন। কিন্তু করোনা নিয়ে সার্বিক পরিস্থিতির বিচারে সকলেই মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন। রাজ চক্রবর্তীর ‘ধর্মযুদ্ধ’ মুক্তি পাওয়ার কথা ছিল ৩ এপ্রিল। তিনি তাঁর ছবি পিছিয়ে দিচ্ছেন। চিন্তিত গলায় রাজ বললেন, ‘‘এই পরিস্থিতিতে ছবির রিলি‌জ় আটকাতেই হচ্ছে। পরে কবে রিলিজ় করব, সেটাই ভাবনা। কারণ, মে মাস থেকে প্রায় প্রতি সপ্তাহে কোনও না কোনও ছবির মুক্তি রয়েছে।’’

উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছিল আবীর চট্টোপাধ্যায়-তনুশ্রী চক্রবর্তী-অর্পিতা চট্টোপাধ্যায়ের ছবি ‘আবার বছর কুড়ি পরে’র ইউনিট। তারকাদের পরে যাওয়ার কথা ছিল। ইম্পা-র ঘোষণার পরে আবীর জানান, তিনি শুটিং করবেন না। তার পরেই শুটিং পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ব্রাত্য বসুর ছবি ‘ডিকশনারি’র শুটিংয়ের দু’দিন বাকি ছিল। তিনিও শুটিং বাতিল করেন। উপরন্তু বাংলাদেশি অভিনেতা মোশারফ করিমকে তাঁর দেশে ফেরত পাঠানো হয়। কলকাতায় এ দিনও ‘অভিযান’-এর শুটিং করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। বলছিলেন, ‘‘এখনও পর্যন্ত শুটিং করছি। শুট বন্ধের নির্দেশ এলে দেখা যাবে। আমার দু’দিনের শিডিউল বাকি। তবে সিনেমা হল বন্ধের পদক্ষেপ ভাল।’’ অভিনেতা জানালেন, ২২ মার্চ থেকে তাঁর হিন্দি ছবি ‘লর্ড কার্জ়ন কী হাভেলি’র শুটিং হওয়ার কথা ছিল লন্ডনে। তা পিছিয়ে সেপ্টেম্বরে করা হয়েছে।

জিম থেকে দূরে

সাধারণ জমায়েত থেকেও দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। সেই সাবধানতা মানতে গেলে এই সময়ে জিমে যাওয়া অনুচিত। তাই অনেক সেলেবই এখন জিমে গিয়ে শারীরচর্চা বন্ধ রাখছেন। নুসরত জাহান বললেন, ‘‘আজকেও গিয়েছিলাম কিন্তু আর যাব না। অন্যান্য সোশ্যাল গ্যাদারিংও এড়িয়ে চলছি।’’ একই কথা বলছেন তনুশ্রী চক্রবর্তী, ‘‘আমিও যাব না বলেই ঠিক করেছি। হয়তো এর পরে জিমগুলোই বন্ধ থাকবে।’’ নানা কারণবশত দিন কয়েক জিমে যাননি ফিটনেস সচেতন পাওলি দাম। জানালেন, বাড়িতেই শারীরচর্চা করবেন তিনি। তবে ওয়েব সিরিজ় ‘কালী টু’র ডাবিং চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী। অঙ্কুশের বাড়িতে জিম সেটআপ রয়েছে। তিনিও তাই বাড়িতেই এক্সারসাইজ় করছেন আপাতত। বিক্রম চট্টোপাধ্যায় বাড়ি থেকেও পারতপক্ষে বেরোচ্ছেন না। অতিরিক্ত সুরক্ষা মেনে চলছেন প্রিয়ঙ্কা সরকারও। বললেন, ‘‘বাবা অসুস্থ। ছেলে সহজ রয়েছে। তাই সব নিয়মকানুন মেনেই চলছি। এই ক’টা দিন জিমে যাব না বলে ঠিক করেছি।’’ কমপ্লেক্সের জিমে নিয়মিত যান রাজ চক্রবর্তী-শুভশ্রী। দু’জনেই ঠিক করেছেন, আগামী ক’দিন জিম থেকে ছুটি নেবেন।

লক্ষ্মীলাভে বাধা

আসন্ন ইভেন্ট, ব্র্যান্ড প্রোমোশন এবং মাচাও বাতিল হয়েছে এর মধ্যে। তবে রবিবার রাত পর্যন্ত রাজ্যে বেশ কিছু অনুষ্ঠান হয়েছে। অর্পিতা চট্টোপাধ্যায় যেমন রবিবার রাতে তিনটি মাচায় পারফর্ম করেছেন। বলছিলেন, ‘‘এই শোগুলো একদম কনফার্মড ছিল। উদ্যোক্তারা বাতিল করলে বা পুলিশ অনুমতি না দিলে এক রকম হত। তবে এর পরে আর অনুষ্ঠান নেই।’’ স্কুল খোলা থাকা সত্ত্বেও লন্ডন থেকে ছেলে মিশুককে আনিয়েছেন তিনি। ‘‘ওখানের পরিস্থিতি খারাপ। তাই ছেলেকে রাখার ঝুঁকি নিতে পারলাম না। আমার শুটিং বাতিল হয়েছে। এখন মা-ছেলে বাড়িতেই থাকব,’’ বললেন অর্পিতা।

মার্চ মাসে ইয়ার এন্ডিংয়ের পরে এপ্রিল থেকেই ইভেন্ট, ব্র্যান্ড প্রোমোশনের ভাল সময়। কিন্তু সে সবও পিছিয়ে যাচ্ছে। শপিং মল খাঁ খাঁ করছে। সেখানে ব্র্যান্ড লঞ্চ করারও মানে হয় না এই মুহূর্তে। অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকার, নুসরত জাহান, পাওলি দাম জানালেন, তাঁদের বেশ কিছু ব্র্যান্ড ইভেন্ট বাতিল হয়েছে। ১৬ মার্চ ছিল কবীর সুমনের একক অনুষ্ঠান। করোনার কারণে বাতিল হয়েছে সেটিও।

অন্য বিষয়গুলি:

Television Coronavirus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy