গোটা দেশের হৃদয়ে কাঁপন ধরিয়ে দিল সিনিয়র বচ্চনের সংক্রমিত হওয়ার খবর।
মুম্বইয়ের করোনা এ বার পৌঁছে গেল জুহুর সবচেয়ে বিখ্যাত বাংলোয়। শনিবার করোনায় আক্রান্ত হয়ে নানাবতী হাসপাতালে ভর্তি হলেন অমিতাভ বচ্চন। রেসপিরেটরি আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে তাঁকে। তবে তাঁর অবস্থা স্থিতিশীল। চিকিৎসায় ভাল সাড়া মিলছে। পুত্র অভিষেক বচ্চনেরও করোনা পরীক্ষার ফল পজ়িটিভ।
শনিবার রাত ১০টা ৫২। গোটা দেশের হৃদয়ে কাঁপন ধরিয়ে দিল সিনিয়র বচ্চনের টুইট। ‘‘আমার করোনা পরীক্ষার ফল পজ়িটিভ এসেছে। হাসপাতালে ভর্তি হলাম। হাসপাতালের তরফেই প্রশাসনকে জানানো হচ্ছে। পরিবারের বাকিরা এবং বাড়ির পরিচারকদের পরীক্ষা করানো হয়েছে। ফল এখনও জানা যায়নি। গত দশ দিনে যাঁরা আমার সান্নিধ্যে এসেছেন, প্রত্যেকে পরীক্ষা করিয়ে নিন!’’
বাকিদের ফল অবশ্য জানা গেল কিছু ক্ষণ পরেই। পজ়িটিভ অভিষেকও। তবে জয়া-ঐশ্বর্যা-আরাধ্যা নেগেটিভ। রাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়াকে ফোন করে সকলের খোঁজখবর নিলেন।
আরও পড়ুন: আমিও করোনায় আক্রান্ত: অভিষেক বচ্চন
আরও পড়ুন: ‘আমার হিরো হারতে পারে না’, শাহেনশাহ’র করোনায় দুশ্চিন্তায় সিনে-মহল
৭৭ বছর বয়সি মহাতারকার স্বাস্থ্য নিয়ে ঝটিতি উদ্বেগ ছড়িয়ে পড়ল দেশ জুড়ে, অভিষেককে নিয়ে চিন্তা জমাট বাঁধল। টুইটারে ঝড় বয়ে যেতে থাকল আরোগ্য কামনার বার্তায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও লাগাতার ‘ব্রেকিং নিউজ’-এর ঢল।
We all wish and pray for your speedy recovery!
— Devendra Fadnavis (@Dev_Fadnavis) July 11, 2020
Get well soon @SrBachchan ji ! https://t.co/RX8FrWWDx9
রাত বারোটার তিন মিনিট আগে টুইট করলেন অভিষেক। ‘‘আজ বাবা আর আমি দু’জনেরই করোনা পজ়িটিভ এসেছে। দু’জনেরই খুব সামান্য সিস্পটম ছিল। আমরা হাসপাতালে চলে গিয়েছি। প্রশাসনকে জানিয়েছি। বাড়ির সকলের পরীক্ষা করানো হচ্ছে। সকলের কাছে অনুরোধ, শান্ত থাকুন। আতঙ্কিত হবেন না। ধন্যবাদ।’’ জলসা এবং প্রতীক্ষা, বচ্চনদের দু’টি বাংলোই সিল করে দিচ্ছে পুরসভা। ভারতে করোনার প্রকোপে এক নম্বরে রয়েছে মহারাষ্ট্র। শনিবার পর্যন্ত সে রাজ্যে মোট ২ লক্ষ ৩৮ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ৯৮৯৩।
Extremely saddened to hear the news of Shri #AmitabhBachchan Ji testing COVID Positive.
— Mamata Banerjee (@MamataOfficial) July 11, 2020
Praying for his strength & speedy recovery. @SrBachchan please get well soon!
আরও পড়ুন: মল্লিক বাড়িতে করোনার হানা, কী সাবধানতা নিচ্ছেন পড়শি তারকারা?
অমিতাভর সাম্প্রতিক ছবি ‘গুলাবো সিতাবো’ ইন্টারনেটে মুক্তি পায়। লকডাউন পর্বে মে মাসে তিনি কেবিসি-র নতুন সিজ়ন-এর জন্য প্রোমো শুট করেছিলেন। তা নিয়ে খানিক বিতর্কও হয়েছিল। কেবিসি-র প্রতিযোগী বাছাই পর্বের কাজ শেষ হয় কিছু দিন আগে। তাতে অমিতাভ ছিলেন না। অমিতাভকে নিয়ে মূল পর্বের শুটিং শুরু করা যায়নি। কারণ মহারাষ্ট্র সরকার ৬৫-ঊর্ধ্ব অভিনেতা-অভিনেত্রীদের শুটিং করার অনুমতি দেয়নি। ফলে অমিতাভ মূলত বাড়িতেই থাকছিলেন। টুইট করছিলেন নিয়মিত। করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভক্তদের সাহস দিচ্ছিলেন। তার পরেও কী ভাবে ভাইরাস তাঁকে আক্রমণ করল, ভক্তরা ভেবে পাচ্ছেন না।
এ পর্যন্ত করোনা পর্বে বলিউডে কর্ণ জোহর, জাহ্নবী কপূর, আমির খানের পরিচারকদের করোনা হওয়ার খবর মিলেছিল। রেখার বাড়ির এক পরিচারকের করোনা ধরা পড়ায় এ দিনই বান্দ্রায় তাঁর বাংলো সিল করে দেওয়া হয়। আবার এ দিন রাতেই অমিতাভর করোনার খবর এল। ফলত করোনাতেও তাঁদের নাম জুড়ে গেল একসঙ্গে।
তবে তারকাদের সরাসরি আক্রান্ত হওয়ার ঘটনা অমিতাভকে দিয়েই শুরু হল। বলিউডের অন্দরমহল এবং তামাম ভক্তকুল প্রার্থনায় বসেছেন। অমিতাভ তাঁর লড়াকু সত্তা দিয়ে করোনাকে হারাবেনই, বিশ্বাস করছেন তাঁরা। অনেকে মনে করাচ্ছেন, ‘কুলি’ ছবির সেটে মারাত্মক দুর্ঘটনাও সামলে উঠেছিলেন অমিতাভ। ভাইরাস তাঁকে কাবু করতে পারবে না। আশার খবর শুনিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে-ও। জানিয়েছেন, বচ্চনের অবস্থা স্থিতিশীল। চিকিৎসায় সাড়া দিচ্ছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy