Advertisement
E-Paper

হোলি ‘ছাপরি’দের উৎসব! এ বার ফারহা খানের মন্তব্য ঘিরে শোরগোল, অভিযোগ দায়ের

দিন দুই আগে নৃত্য পরিকল্পক ফারহা খান আসন্ন রঙের উৎসব ঘিরে একটি বিতর্কিত মন্তব্য করেন। জানা গিয়েছে, এ বার তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হচ্ছে।

বিতর্কিত মন্তব্য করে নিশানায় ফারহা খান।

বিতর্কিত মন্তব্য করে নিশানায় ফারহা খান। ছবি: ফেসবুক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪৬
Share
Save

তথাকথিত খ্যাতনামীদের মন্তব্যের জেরে দেশ জুড়ে বিতর্কের ঢেউ! দিন কয়েক আগে জনপ্রিয় ইউটিউবার রণবীর ইলাহাবাদিয়ার একটি মন্তব্যের জের শীর্ষ আদালত পর্যন্ত গড়িয়েছে। তদন্তের স্বার্থে মহারাষ্ট্রের অপরাধ দমন শাখা ডাক পাঠাচ্ছে ‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’ শো-তে যোগদানকারী তারকাদের। কারণ, এই অনুষ্ঠানেই রণবীর বিতর্কিত মন্তব্য করেছিলেন। সেই পর্ব মেটার আগেই নতুন বিতর্কের সূচনা। সৌজন্যে বলিউডের আরও এক জনপ্রিয় তারকা— ফারহা খান।

নৃত্য পরিকল্পক এখন এক রন্ধন সংক্রান্ত রিয়্যালিটি অনুষ্ঠানের সঙ্গে যুক্ত। ফারহা সম্প্রতি জানিয়েছেন, রঙের উৎসব হোলি ‘ছাপরি’দের অনুষ্ঠান! এ ভাবে বিশেষ এক সম্প্রদায়কে নিশানা বানিয়ে আদতে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত হেনেছেন, অভিযোগ উঠেছে নৃত্য পরিকল্পকের বিরুদ্ধে। শনিবার জানা গিয়েছে, ‘হিন্দুস্তানি ভাউ’ নামে পরিচিত বিকাশ ফতক নামে এক ব্যক্তি খার থানায় ফারহার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ইতিমধ্যেই ‘হিন্দুস্তানি ভাউ’-এর একটি ঝলক বার্তা ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেখানে তিনি নৃত্য পরিকল্পকের ধর্মগন্ধী বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন। এ-ও জানা গিয়েছে, তিনি ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ১৯৬, ২৯৯, ৩০২ এবং ৩৫৩ অনুযায়ী ফারহার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

‘হিন্দুস্তানি ভাউ’-এর আইনজীবী এ প্রসঙ্গে জানিয়েছেন, ফারহার এই ধরনের মন্তব্য সাম্প্রদায়িক। এই ধরনের বক্তব্য বিশেষ উৎসবকে খাটো করে দেখানো হয়েছে। পাশাপাশি, হিন্দুদেরও অসম্মানিত করা হয়েছে, যা ক্ষমার অযোগ্য। প্রসঙ্গত, দিন দুই আগে সমাজমামধ্যমে ফারহার একটি বার্তা ভাইরাল হয়। সেখানে তাঁকে স্পষ্ট বলতে শোনা গিয়েছে, ‘‘হোলি মূলত ছাপরিদের উৎসব!’’ তাঁর মুখ থেকে এই ধরনের বক্তব্য শুনে হতাশ ফারহার অনুরাগীরা।

Farha Khan Holi 2025

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}