তথাকথিত খ্যাতনামীদের মন্তব্যের জেরে দেশ জুড়ে বিতর্কের ঢেউ! দিন কয়েক আগে জনপ্রিয় ইউটিউবার রণবীর ইলাহাবাদিয়ার একটি মন্তব্যের জের শীর্ষ আদালত পর্যন্ত গড়িয়েছে। তদন্তের স্বার্থে মহারাষ্ট্রের অপরাধ দমন শাখা ডাক পাঠাচ্ছে ‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’ শো-তে যোগদানকারী তারকাদের। কারণ, এই অনুষ্ঠানেই রণবীর বিতর্কিত মন্তব্য করেছিলেন। সেই পর্ব মেটার আগেই নতুন বিতর্কের সূচনা। সৌজন্যে বলিউডের আরও এক জনপ্রিয় তারকা— ফারহা খান।
নৃত্য পরিকল্পক এখন এক রন্ধন সংক্রান্ত রিয়্যালিটি অনুষ্ঠানের সঙ্গে যুক্ত। ফারহা সম্প্রতি জানিয়েছেন, রঙের উৎসব হোলি ‘ছাপরি’দের অনুষ্ঠান! এ ভাবে বিশেষ এক সম্প্রদায়কে নিশানা বানিয়ে আদতে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত হেনেছেন, অভিযোগ উঠেছে নৃত্য পরিকল্পকের বিরুদ্ধে। শনিবার জানা গিয়েছে, ‘হিন্দুস্তানি ভাউ’ নামে পরিচিত বিকাশ ফতক নামে এক ব্যক্তি খার থানায় ফারহার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আরও পড়ুন:
ইতিমধ্যেই ‘হিন্দুস্তানি ভাউ’-এর একটি ঝলক বার্তা ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেখানে তিনি নৃত্য পরিকল্পকের ধর্মগন্ধী বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন। এ-ও জানা গিয়েছে, তিনি ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ১৯৬, ২৯৯, ৩০২ এবং ৩৫৩ অনুযায়ী ফারহার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।
‘হিন্দুস্তানি ভাউ’-এর আইনজীবী এ প্রসঙ্গে জানিয়েছেন, ফারহার এই ধরনের মন্তব্য সাম্প্রদায়িক। এই ধরনের বক্তব্য বিশেষ উৎসবকে খাটো করে দেখানো হয়েছে। পাশাপাশি, হিন্দুদেরও অসম্মানিত করা হয়েছে, যা ক্ষমার অযোগ্য। প্রসঙ্গত, দিন দুই আগে সমাজমামধ্যমে ফারহার একটি বার্তা ভাইরাল হয়। সেখানে তাঁকে স্পষ্ট বলতে শোনা গিয়েছে, ‘‘হোলি মূলত ছাপরিদের উৎসব!’’ তাঁর মুখ থেকে এই ধরনের বক্তব্য শুনে হতাশ ফারহার অনুরাগীরা।
- দোলযাত্রা প্রধানত বৈষ্ণব ধর্মীয় লোকেদের উৎসব হলেও সকলেই এই উৎসবে মেতে ওঠেন। আগামী ১৪ মার্চ শুক্রবার শ্রীকৃষ্ণের দোলযাত্রা উৎসব।
- দোলে যদি রং খেলতেই হয়, তার আগে থেকেই ত্বকের যত্ন নেওয়া ভাল। এমন কিছু প্রসাধনী ব্যবহার করবেন না, যাতে কিছু বিশেষ ধরনের রাসায়নিক মেশানো আছে।
-
ভিন্ধর্মী বলেই কি ফহাদের গালে রং নেই? কটাক্ষ শুরু হতেই স্বামীর পাশে দাঁড়ালেন স্বরা
-
রং ছাপিয়ে প্রেমের জোয়ার! আবিররাঙা নীল-তৃণা, সুস্মিতার জন্য সাহেবের মেনু কী?
-
ফোনে রং ঢুকে গিয়েছে? জলে ভিজে ফোন বন্ধ, মুশকিল আসান হবে সহজ কিছু কৌশলে
-
রং খেলার পর হাঁচি-কাশি, অ্যালার্জির সমস্যা হচ্ছে? কোন কোন পানীয় বাড়ির সকলকে খাওয়াবেন
-
‘কিশোরী’ নয়, দেব রঙিন অন্য রঙে! দুই ‘সন্তান’ নিয়ে পুজোপাঠে মিমি, ঊষসী কলকাতার মালাইকা?