রণবীর ইলাহাবাদিয়া ও সময় রায়নার পরে এ বার বিপাকে কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকি। ফের অশালীনতা প্রচারের অভিযোগ উঠল। তার সঙ্গে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগেও নাম জড়িয়েছে কৌতুকশিল্পীর। সম্প্রতি ‘হফতা ওয়াসুলি’ নামে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুনাওয়ার। এই অনুষ্ঠানে মূলত বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক বিষয় নিয়ে ব্যঙ্গ করা হয়। মুনাওয়ারের যোগদানের পরে এই অনুষ্ঠানের বিরুদ্ধেই অভিযোগ দায়ের হয়েছে। এমনকি, এই অনুষ্ঠান যাতে অবিলম্বে নিষিদ্ধ করা হয়, সেই দাবিও উঠেছে।
অভিযোগ, এই অনুষ্ঠান সংস্কৃতি ও মর্যাদাকে লঙ্ঘন করার সঙ্গে সমাজের ও নতুন প্রজন্মের মানসিকতা দূষিত করছে। আইনজীবী অমিতা সচদেব এই অভিযোগ এনেছেন। তবে এর আগে এই অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারির অভিযোগ আনে হিন্দু জনজাগ্রুতি সমিতি। এক্স হ্যান্ডলে তারা একটি পোস্টে লেখে, “‘হফতা ওয়াসুলি’ নামের অনুষ্ঠানের উপর অবিলম্বে নিষেধাজ্ঞা জারি করতে হবে। মুনাওয়ার ফারুকি খুবই অশালীন কথা বলেছেন। একেবারেই মানুষের দেখার উপযুক্ত নয়। নৈতিক মর্যাদা ডুবিয়ে দেওয়ার মতো কথা বলেছেন।” তবে এই প্রথম নয়। এর আগেও মুনাওয়ারের বিরুদ্ধে অন্য ধর্মকে অবমাননার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে কারাদণ্ডও হয়েছিল তাঁর।
কিছু দিন আগেই ‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’ নামের অনুষ্ঠান নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সেই অনুষ্ঠানে ইউটিউবার রণবীর ইলাহাবাদিয়া এক প্রতিযোগীকে বলেছিলেন, “তুমি কি তোমার বাকি জীবনটা তোমার বাবা-মাকে সঙ্গম করতে দেখবে? না কি নিজেও যোগ দিয়ে বিষয়টা স্থায়ী ভাবে বন্ধ করবে?” এই মন্তব্যের বিরুদ্ধে রে-রে করে উঠেছিল মানুষ। রণবীর ও সময়ের বিরুদ্ধে একাধিক অভিযোগও দায়ের হয়। বেগতিক দেখে তড়িঘড়ি সমাজমাধ্যমে প্রকাশ্যে ক্ষমা চান রণবীর। সপক্ষে কোনও যুক্তি না দিয়েই তিনি ক্ষমাপ্রার্থী হয়েছিলেন।