Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Classical Music

TABLA: করোনা আক্রান্ত তবলিয়া শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়, চলছে তহবিল সংগ্রহের কাজ

শুভঙ্করের পুত্র আর্চিক বললেন, ‘‘চিকিৎসকেরা বলছেন, বাবার অবস্থা এখনও গুরুতর। তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন। আগের থেকে একটু ভাল।’’

শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়

শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ জুলাই ২০২১ ১৩:২৩
Share: Save:

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিশিষ্ট তবলিয়া শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। গত ২০ জুন থেকে তিনি হাসপাতালে ভর্তি। পরে অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে একমো সাপোর্টে রাখা হয়েছে। আনন্দবাজার অনলাইনকে শুভঙ্করের পুত্র আর্চিক বললেন, ‘‘চিকিৎসকেরা বলছেন, বাবার অবস্থা এখনও গুরুতর। তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন। আগের থেকে একটু ভাল।’’ কোভিডের দু’টি টিকা নেওয়ার পরও আক্রান্ত হন শুভঙ্কর। বর্তমান প্রজন্মের মধ্যে তবলিয়া হিসেবে শুভঙ্কর পরিচিত নাম। দেশের সব বড় শিল্পীর সঙ্গেই শুভঙ্করকে মঞ্চে দেখা গিয়েছে। দেশে-বিদেশে তাঁর অসংখ্য অনুরাগী।

শিল্পী ভর্তি হওয়ার পর শুভানুধ্যায়ীরা নেটমাধ্যমে তহবিল সংগ্রহের আবেদন জানান। যা নিয়ে শুরুর দিকে বিভ্রান্তিও ছড়িয়েছিল, কারণ শুভঙ্করের পরিবারের তরফে তহবিল সংগ্রহের জন্য কোনও প্রচেষ্টা নেওয়া হয়নি। শিল্পীর পুত্র আর্চিক বলছেন, ‘‘শুরুতে আমরা চাইনি বাবার নামে এমন একটা তহবিল সংগ্রহের আবেদন চালু হয়ে ভাইরাল হয়ে যাক। কিন্তু তার পর বিভিন্ন শিল্পীর সঙ্গে কথা বলে আমরা সহমত হয়েছি যে, এই তহবিল চলুক । যে কারণে এটা চলছে। সকলের শুভকামনায় বাবা দ্রুত সুস্থ হয়ে উঠুক, এটাই চাইছি।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE