ভারতের বিগ ফ্যাট ওয়েডিংগুলোর মধ্যে প্রথম সারিতেই থাকবেন প্রিয়ঙ্কা চোপড়া। গায়ক নিক জোনাসকে দু’বার বিয়ে করেছেন তিনি। জোধপুরের উমেদ ভবনে একেবার হিন্দু রীতি মেনে বিয়ে করেন প্রিয়ঙ্কা। নিকও ভারতীয় পোশাক পরেছিলেন। শেরওয়ানি-কূর্তা এমনকি পাগড়িও পরেছিলেন তিনি। হিন্দু রীতির সমস্ত নিয়মকানুনই মানেন তাঁরা দু’জনে।