সায়েশা বিয়ে করলেন তাঁর বহু দিনের প্রেমিক অমিত দেশাইকে। অমিতও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এই বিয়ের কথা। জানিয়েছেন, জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন ছিল এটি। বলেছেন, এরকম কাউকে ভাল না বেসে থাকা যায় না।
০৭১৩
সায়েশা ও অলকার সঙ্গেও ছবি পোস্ট করেছেন অমিত।
০৮১৩
সায়েশার বিয়েতে উপস্থিত ছিলেন এক সময়ের বিখ্যাত নায়িকা পুনম ধিলোঁ, উপস্থিত ছিলেন কবিতা কৃষ্ণমূর্তিও। মহম্মদ আজিজও আমন্ত্রিত ছিলেন এই বিয়েতে। আজিজের আকস্মিক মৃত্যুতে তাঁর গান গাওয়া হয়েছে সায়েশার সঙ্গীত সেরেমনিতে।
লাল লেহেঙ্গায় সায়েশাকে চমৎকার লাগছিল। অমিত পরেছিলেন আইভরি রঙের শেরওয়ানি।
১১১৩
সায়েশা গান অসম্ভব ভালবাসেন, তবে তিনি বলেছেন, মায়ের মতো প্রতিভা তাঁর কোনও দিনই ছিল না। তাই তিনি গানকে পেশা হিসাবে বেছে নেননি। অলকা নিজেও কোনও দিন মেয়ের উপর নিজের পেশাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেননি।
১২১৩
অলকার স্বামী শিলংয়ের বাসিন্দা নীরজ কপূর। সেপারেশনের পর ২৫ বছর আলাদা রয়েছেন তাঁরা। অলকার মেয়ে সায়েশা বড় হয়েছেন মায়েরই কাছে।
১৩১৩
অমিতের সঙ্গে গত ডিসেম্বরেই এনগেজমেন্ট হয়ে গিয়েছিল সায়েশার। ‘নাউ আই ক্যান ফাইনালি সে, মাইন’ ক্যাপশনে তখন নিজেদের ছবি পোস্ট করে লিখেছিলেন সায়েশা।