পহেলগাঁও কাণ্ডের আতঙ্ক এখনও কাটিয়ে উঠতে পারেনি দেশ। বে়ড়াতে গিয়ে পর্যটকদের এমন পরিণতি দেখে ত্রস্ত সকলে। একই অবস্থা সলমন খানেরও! জঙ্গি হানার পর বড় সিদ্ধান্ত নিলেন তিনি।
এমনিতে লরেন্স বিশ্নোই-এর হুমকির জেরে ভয়ে ভয়েই দিন কাটে ভাইজানের। বিশ্নোই শুধু তাঁর প্রাণনাশের হুমকি দেয়নি, সলমনে পরিজনেরাও রয়েছে নিশানায়, বুঝিয়ে দিয়েছে স্পষ্ট। নিরাপত্তা জোরদার হয়েছে অভিনেতার বাড়ির। জানলার কাচও বদলে ফেলেছেন। কিন্তু এমন আতঙ্কের মধ্যেও ‘সিকন্দর’ ছবির শুটিংও চালিয়ে গিয়েছিলেন তিনি। এ বার লরেন্স বিশ্নোইয়ের হুমকির সঙ্গে দোসর হল পহেলগাঁও জঙ্গি হানা। তাই বড় একটি অনুষ্ঠান পিছিয়ে দিলেন ভাইজান।
ইংল্যান্ডে ‘দ্য বলিউড বিগ ওয়ান শো’ নামে একটি অনুষ্ঠান করার কথা ছিল সলমনের। কিন্তু আনন্দ করার সময় এটা নয়, কারণ দেশের মানুষ ত্রস্ত হয়ে রয়েছেন। প্রত্যেকে শোকাচ্ছন্ন। তাই এই অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভাইজান। সোমবার সমাজমাধ্যমে পোস্ট করে এই অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন। তিনি লেখেন, “কাশ্মীরের দুঃখজনক ঘটনার জেরে সবাই ভারাক্রান্ত। তাই এই অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। লন্ডনে ‘দ্য বলিউড বিগ ওয়ান শো’ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৪ ও ৫ মে। আমরা জানি, অনুরাগীরা আমাদের অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করেছিলেন। কিন্তু আমরা বুঝতে পেরেছি, শোকের সময়ে এই অনুষ্ঠান বন্ধ রাখাই ভাল। এই অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার জেরে কারও কোনও অসুবিধা হয়ে থাকলে তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।”
সলমন খান ছাড়াও এই অনুষ্ঠানে থাকার কথা ছিল সারা আলি খান, বরুণ ধওয়ান, মাধুরী দীক্ষিত, টাইগার শ্রফ, কৃতি শ্যানন, সুনীল গ্রোভারদের।