Advertisement
E-Paper

খুনের হুমকি, পাঁজরে চোট, তবুও দমে যাননি! ‘সিকন্দর’-এর পরে কি রাজনীতিতে যোগ দেবেন সলমন?

“আমার পেশি এতটাই বলিষ্ঠ যে আমার শরীরে সামান্য মেদ জমলেই মোটা লাগে দেখে। সেটা নিয়ে আবার লোকজন কথা বলে,” কেন বললেন সলমন?

Bollywood star Salman Khan opens up he is going to join in politics or not

রাজনীতির ময়দানে সলমন খান? ছবি: সংগৃহীত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ১৫:২৫
Share
Save

চলতি বছরে ৬০-এর কোঠায় পা দেবেন সলমন খান। কিন্তু বয়সকে গুরুত্ব দিতে নারাজ তিনি। মাথায় মৃত্যুর খাঁড়া নিয়েও তাই ‘সিকন্দর’ ছবির শুটিং জারি রেখেছিলেন। একের পর এক হুমকি পাওয়ার পরেও দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় শুটিং চালিয়ে গিয়েছেন তিনি। নিজের দীর্ঘ দিনের বন্ধু বাবা সিদ্দিকিকে হারিয়েছেন। কিন্তু নিজের কাজ থেকে পিছিয়ে আসেননি। ছবির শুটিং করতে গিয়ে পাঁজরে চোট পেলেও থেমে যাননি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সলমন নিজেই জানিয়েছেন, শুধু পাঁজরে চোট নয়, শরীরের একাধিক হাড় ভেঙে টুকরো টুকরো হয়েছে। কিন্তু তা-ও কাজ থেমে থাকেনি। ‘সিকন্দর’ ছবিতে রয়েছে একাধিক লড়াইয়ের দৃশ্য। এই বয়সে লড়াইয়ের দৃশ্যে অভিনয় করতে সমস্যা হয় না? এই প্রশ্নের উত্তরে সলমন বলেছেন, “আমার সারা শরীরের সব হাড়ই দু’-তিন বার করে ভেঙেছে। লিগামেন্ট ছিঁড়েছে দু’-তিন বার। তার পরেও বিশ্রাম পাইনি।”

তবে ‘সিকন্দর’ ছবিতে খুব কসরত করতে হয়নি। অভিনেতার কথায়, “তেমন কঠিন দৃশ্য থাকলে আমি এত দিনে রোগা হয়ে যেতাম। তবে আমি রোগা না হলেও আমার সিক্স প্যাক রয়েছে। আমার পেশি এতটাই বলিষ্ঠ যে আমার শরীরে সামান্য মেদ জমলেই মোটা লাগে দেখে। সেটা নিয়ে আবার লোকজন কথা বলে। তবে আমার কাছে এটা কোনও ব্যাপার নয়। সিক্স প্যাক হওয়ার পরেও যদি কারও ওজন ৫৫ কেজি হয়, তা হলে আর কী লাভ হল?”

ছবির একটি সংলাপ নিয়েও কথা বলেছেন ভাইজান। সংলাপটি হল, ‘প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী হতে পারব কি না জানি না। তবে বিধায়ক তো হয়েই যাব।’ বাস্তবেও কি রাজনীতিতে আগ্রহ রয়েছে সলমনের? প্রশ্নের উত্তর তিনি বলেন, “এই ছবিতেই আরও একটি সংলাপ রয়েছে। সেটি হল, ‘আমার কোনও আগ্রহ নেই। এটা আমার জগৎই নয়।’ কেউ যদি সরকার বা প্রশাসন সম্পর্কে ভাল ভাবে না জানে, তার রাজনীতিতে যোগ দেওয়া উচিত নয়।”

Salman Khan Sikandar

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}