বিতর্কে দক্ষিণী তারকা মোহনলালের ছবি ‘এল২ এমপুরাণ’। বৃহস্পতিবার মুক্তি পেয়েছে এই ছবি। পৃথ্বীরাজ সুকুমারন পরিচালিত এই ছবি মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে দর্শক ও সমালোচক মহলে। কিন্তু এর মধ্যেই ছবির একটি দৃশ্য নিয়ে সমস্যা তৈরি হয়েছে। অভিজিৎ রাধাকৃষ্ণন নায়ার নামে মোহনলালের এক অনুরাগীই দৃশ্যটি নিয়ে আপত্তি জানিয়েছেন। তাঁর দাবি, ‘এল২ এমপুরাণ’ ছবিতে হিন্দু ধর্মাবলম্বীদের খুবই নেতিবাচক ভাবে তুলে ধরা হয়েছে। এক জায়গায় দেখানো হয়েছে, এক মুসলিম অন্তঃসত্ত্বা মহিলাকে এক হিন্দু পুরুষ ধর্ষণ করছে। এই দৃশ্য নিয়ে সমাজমাধ্যমেও শুরু হয়েছে তরজা।
সেই দৃশ্য নিয়ে অভিজিৎ লিখেছেন, “আমি সব সময় নিজেকে মোহনলালের বড় অনুরাগী বলে এসেছি। কিন্তু প্রেক্ষাগৃহে গিয়ে আমার মন ভেঙে গেল। আমি শুধু ওঁর অনুরাগী নই, পুজো করতাম ওঁর শিল্প এবং ওঁর বিনয়কে। একজন গর্বিত হিন্দু ও মালয়ালি হয়ে আমি ওঁর ছবি দেখে আনন্দ পেতাম।” একই উৎসাহ নিয়ে ‘এল২ এমপুরাণ’ দেখতে গিয়েছিলেন। কিন্তু প্রেক্ষাগৃহ থেকে বেরিয়েই তিনি ক্ষোভ উগরে দিয়েছেন। এই ছবি অনেকের ভাবাবেগে আঘাত করেছে বলেও দাবি তাঁর।
আরও পড়ুন:
ছবির বর্ণনা দিয়ে অভিজিৎ লিখেছেন, “ছবির এক দৃশ্যে একটি মুসলিম গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়। এক মুসলিম শিশু আর্তনাদ করছে দেখানো হয়। শিশুর বাবাকে এক হিন্দু পুরুষ নৃশংস ভাবে হত্যা করে।” এই দৃশ্য দেখে নাকি স্তম্ভিত হয়ে যান মোহনলালের সেই অনুরাগী। তাঁর কথায়, “আমি এই দেখে পাথর হয়ে গিয়েছিলাম। বহু বার অসহায় মুসলিমদের আশ্রয় দিয়েছেন হিন্দুরা। কিন্তু এখানে হিন্দুদের অত্যাচারী হিসেবে দেখানো হয়েছে।”
এর পরেই ধর্ষণের দৃশ্যটি আসে। সেই দৃশ্য দেখে আর স্থির থাকতে পারেননি অভিজিৎ। তিনি লিখেছেন, “এক অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণ করছে এক হিন্দু পুরুষ। এই দেখে আমি অসুস্থ হয়ে পড়ি। দৃশ্যটি আসলে কী বলতে চাইছে, সেটা বুঝতে পেরেই আমার অস্বস্তি শুরু হয়। কেন এই ভাবে দেখানো হল?” অভিজিতের মতোই এই ছবির অন্য কয়েক জন দর্শকও একই প্রশ্ন তুলেছেন সমাজমাধ্যমে। এমনকি, অভিজিৎ নায়ার তাঁর পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ট্যাগ করেন।