Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Maharashtra Assembly Election 2024

সকালে অক্ষয়, বিকেলে শাহরুখ-সলমন, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বলিউডের আর কাদের দেখা গেল?

বুধবার মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে মুম্বইয়ে তারকাদের অনেকেই ভোট দিতে আসেন। তাঁদের দেখতে উৎসাহী জনতার ভিড় ছিল লক্ষণীয়।

Bollywood celebrities cast their votes in Maharashtra assembly polls on Wednesday

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভোট দিলেন একাধিক বলিউড তারকা। ছবি: পিটিআই।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ১৯:২১
Share: Save:

বুধবার মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের দিকে নজর ছিল সারা দেশের। মুম্বইয়ে সাধারণ মানুষের পাশাপাশি বলিউড তারকারাও ভোট দিলেন এবং সকলকে ভোট দেওয়ার জন্য আবেদন করলেন।

এ বারেও মুম্বইয়ে তারকাদের মধ্যে সকলের আগে নিজের ভোটকেন্দ্রে পৌঁছে যান অক্ষয় কুমার। সাদা শার্ট এবং চেক ট্রাউজ়ারে দেখা যায় তাঁকে। পরে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘‘সুব্যবস্থা ছিল। বিশেষ করে, বর্ষীয়ান নাগরিকদের জন্য আলাদা বন্দোবস্ত করা হয়েছিল।’’ অক্ষয় ছাড়াও সকালের দিকে ভোট দেন অভিনেতা রাজকুমার রাও, পরিচালক জ়োয়া আখতার।

বিকাল ৪টে ৪৫ মিনিটে বান্দ্রায় ভোট দিতে আসেন সলমন খান। সম্প্রতি একের পর এক হুমকির জেরে সলমন কখন ভোট দেবেন, তা নিয়ে শুরু থেকেই কৌতূহল ছিল। কড়া নিরাপত্তার মধ্যে সলমন ভোট দিতে আসেন। অবশ্য তাঁর আগেই কেন্দ্র পৌঁছে গিয়েছিলেন অভিনেতার বাবা সেলিম খান এবং মা সালমা খান। তাঁদের সঙ্গে ছিলেন আরবাজ় খান এবং সোহেল খান। বিকাল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কিছুটা আগে সপরিবারে ভোট দিতে আসেন শাহরুখ খান। তাঁর পরনে ছিল সাদা শার্ট এবং জলপাইরঙা ট্রাউজ়ার। মাথায় ছিল টুপি। বলিউড বাদশার সঙ্গে ভোট দেন স্ত্রী গৌরী। সঙ্গে ছিলেন পুত্র আরিয়ান এবং কন্যা সুহানা। তাঁদের দেখতে উৎসাহী জনতার ভিড় ছিল লক্ষণীয়।

দুপুরে ভোট দিতে আসেন রণবীর কপূর। তাঁর পরনে ছিল সাদা টি শার্ট এবং নীল জিন্‌স। ভোট দিয়ে বেরিয়ে রণবীর বলেন, ‘‘সব কিছু ভুলে মানুষের আগে ভোট দেওয়া উচিত। ভোট মানুষের অধিকার।’’ বুধবার পরিবারের সঙ্গে ভোট দিতে আসেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। তাঁর সঙ্গে ছিলেন চাঙ্কি পাণ্ডে এবং ভাবনা।

বুধবার কার্তিক আরিয়ানকে এক ঝলক দেখার জন্য তাঁর ভোটকেন্দ্রের বাইরে উৎসাহী জনতার ভিড় জমে। অভিনেতা খুশি মনে অনুরাগীদের উদ্দেশে হাত নাড়েন। অবশ্য ভোট দিয়েই ব্যক্তিগত কাজে মুম্বই ছাড়েন কার্তিক। করিনা কপূর খান এবং সইফ আলি খান একসঙ্গে ভোট দিতে আসেন। এ ছাড়াও ভোট দেন শ্রদ্ধা কপূর, অর্জুন কপূর, গোবিন্দ। জন আব্রাহামকে যেমন দেখা গেল ভোট দিয়ে বর্ষীয়ান ভোটারদের সঙ্গে খুশি মনে আলাপচারিতায় মাততে।

Bollywood celebrities cast their votes in Maharashtra assembly polls on Wednesday

(বাঁ দিকে) শ্রদ্ধা কপূর। মাধুরী দীক্ষিত (ডান দিকে)। ছবি: পিটিআই।

মেয়ে মেঘনাকে নিয়ে ভোট দিতে আসেন বর্ষীয়ান কবি তথা গীতিকার গুলজ়ার। তিনি বলেন, ‘‘সাধারণ মানুষের কাছে ভোটাধিকার সবচেয়ে বড় উপহার। প্রতিশ্রুতি যা-ই দেওয়া হোক না কেন, কারা তা পালন করছেন, তা দেখেই সাধারণ মানুষ ভোট দেবেন।’’ সঙ্গীতশিল্পী অনুপ জলোটা, প্রেম চোপড়া, সুনীল শেট্টি, শুভা খোটে, জাভেদ আখতার এবং অনুপম খেরও হাসিমুখে ভোট দিয়েছেন। সংবাদমাধ্যমকে অনুপম বলেন, ‘‘আমি প্রত্যেক বার ভোট দিই। কারণ আমাদের যে চাহিদার কথা বলা হয়, একমাত্র ভোট দিয়েই তা পূরণ হতে পারে। তাই যাঁরা প্রথম বার ভোট দিচ্ছেন, তাঁদের বলব, নিয়ম করে ভোট দিতে। এটা আমাদের অধিকার।’’

বুধবার মুম্বইয়ে ভোট দেন অভিনেতা ও সমাজকর্মী সোনু সুদ, তুষার কপূর, রাহুল বোস, বিশাল দাদলানি, পরিচালক সুভাষ ঘাই, রাকেশ ওম প্রকাশ মেহেরা,সোনালি বেন্দ্রে, রাকেশ রোশন, কিয়ারা আডবাণী, টাইগার শ্রফ, ফরহান আখতার, মাধুরী দীক্ষিত প্রমুখ। বুধবার মহারাষ্ট্রে মোট ২৮৮টি আসনে ভোটগ্রহণ সম্পূর্ণ হয়েছে। আগামী ২৩ নভেম্বর শনিবার নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসবে।

অন্য বিষয়গুলি:

Assembly Election Shah Rukh Khan Salman Khan Akshay Kumar Kartik Aaryan Assembly Election 2024 Bollywood Actors Bollywood News
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy