বছরে ক’টা ছবি করেন তিনি? ঈশ্বর জানেন। এখনও পর্যন্ত কোন কাজের জন্য তিনি সবচেয়ে বেশি প্রশংসিত? সে সব তিনিই জানেন। তার পরেও সমাজমাধ্যম শুধুই উর্বশী রৌতেলায় আচ্ছন্ন! ‘দাবিড়ি দিবিড়ি’ গানের তালে অশ্লীল নাচ হোক কিংবা নেটপ্রভাবী ওরির সঙ্গে তাঁর বিয়ের জল্পনা— সমাজমাধ্যম জুড়ে কেবল তাঁকে নিয়েই রটনা। অশ্লীলতা দোষে দুষ্ট হওয়ার অভিযোগেই নাকি ‘ডাকু মহারাজ’ ছবি থেকে বাদও পড়েছেন। শোনা যাচ্ছে এমনই।
হবে না-ই বা কেন? ‘ডাকু মহারাজ’ ছবিতে বর্ষীয়ান অভিনেতা নন্দমুরি বালকৃষ্ণনের সঙ্গে তাঁর ‘দাবিড়ি দিবিড়ি’ নাচের ভঙ্গি তাঁকে নিয়ে ভাবতে বাধ্য করেছে। ছবিমুক্তির আগেই ‘ডাকু মহারাজ’ ১৫০ কোটির ক্লাবে পা রেখেছে। অথচ, শেষ মুহূর্তে উর্বশীই ছবি থেকে বাদ পড়েছেন। এর পরেই নেটপ্রভাবী ওরির মন্তব্যে নতুন শোরগোল। রণবীর কপূরের তুতো ভাই আদর জৈনের বিয়েতে ওরির সাজ সাড়া ফেলেছিল। যা দেখে উর্বশী জানিয়েছিলেন, তিনি নেটপ্রভাবীর বিয়ের অপেক্ষায় রয়েছেন। সঙ্গে সঙ্গে ওরি সমাজমাধ্যমে লেখেন “আমাদের বিয়ে।” অভিনেত্রীর জন্মদিন উদ্যাপনেও ওরির উপস্থিতি নজর কেড়েছিল। সব মিলিয়ে উর্বশী তাই চর্চায়।
এই যে সারা ক্ষণ তাঁকে নিয়ে চর্চা! উর্বশী নিজে ক্লান্ত হয়ে পড়েন না? না কি চর্চায় থাকার জন্যই এত কিছু?
অভিনেত্রী তারও জবাব দিয়েছেন সমাজমাধ্যমেই। একটি ভিডিয়োয় তাঁকে বলতে শোনা গিয়েছে, “লোকে ডেকে ডেকে নালিশ জানাচ্ছেন, সমাজমাধ্যম খুললেই নাকি শুধু আমার খবর, আমায় নিয়ে চর্চা! তাঁরা সর্ব ক্ষণ কেবল আমার মুখ দেখছেন। তাঁদের প্রত্যেকের কাছে জোড়হাত অনুরোধ, এ বার তো আমার পিছু নেওয়া ছাড়ুন। সমাজমাধ্যমে আমার এত খবর দেখানো বন্ধ হোক।”
আরও পড়ুন:
উর্বশীর এই বক্তব্যও ভাইরাল! কিছু নেটাগরিক তাঁর এই বক্তব্য শুনে হেসে ফেলেছেন। এক দল আবার অভিনেত্রীর এই বক্তব্যে নাকি অতিরিক্ত আত্মবিশ্বাসের আভাস পেয়েছেন। তাঁরা সমালোচনায় মুখর।