Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Urmila Matondkar

দশ বছরের ছোট স্বামীর কাছে বিচ্ছেদ চেয়ে আদালতে ঊর্মিলা! কেন এমন সিদ্ধান্ত অভিনেত্রীর?

নব্বইয়ের দশকে বলিউড মুগ্ধ ছিল ঊর্মিলার নাচে, শরীরী বিভঙ্গে। তাঁর জনপ্রিয়তার ধারেকাছে কোনও দিন আসেননি মহসিন আখতার মির। যদিও প্রাথমিক ভাবে রুপোলি পর্দায় কাজ করতে চেয়েছিলেন তিনিও।

Image of Urmila Matondkar

বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন ঊর্মিলা মাতণ্ডকর। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১০:৪৩
Share: Save:

বিয়ের আট বছর পর বিচ্ছেদের পথে হাঁটছেন ঊর্মিলা মাতণ্ডকর। গত কয়েক মাসে একের পর এক বিচ্ছেদের খবর উঠে এসেছে রুপোলি পর্দার দুনিয়ায়। সূত্রের খবর, সেই তালিকায় এ বার নাম উঠছে ঊর্মিলার। স্বামী মহসিন আখতার মিরের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন অভিনেত্রী।

মুম্বইয়ের একটি সূত্র জানিয়েছে, আট বছরের দাম্পত্য ভেঙে নতুন পথে এগোতে চাইছেন ‘রঙ্গিলা-গার্ল’। এ বিষয়ে ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী। ঠিক কী কারণে বিচ্ছেদ হতে চলেছে, তা এখনও স্পষ্ট নয়। তবে এ-ও জানা গিয়েছে, এই বিচ্ছেদ হয়তো আপসে সম্ভব হবে না। ফলে আইনি লড়াইয়ে জড়াতে চলেছেন ঊর্মিলা।

২০১৬ সালে মহসিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঊর্মিলা। একে ভিন্‌ধর্মে বিবাহ, তার উপর মহসিনের থেকে প্রায় ১০ বছরের বড় ঊর্মিলা। ফলে, এই বিবাহ ঘিরে খানিকটা চাপানউতর ছিলই। তাই খুবই ব্যক্তিগত পরিসরে বিয়ে সেরেছিলেন অভিনেত্রী।

নব্বইয়ের দশকে বলিউড মুগ্ধ ছিল ঊর্মিলার নাচে, শরীরী বিভঙ্গে। তাঁর জনপ্রিয়তার ধারেকাছে কোনও দিন আসেননি মহসিন। যদিও প্রাথমিক ভাবে রুপোলি পর্দায় কাজ করতে চেয়েছিলেন তিনিও। পরে ব্যবসাকেই পেশা হিসেবে নেন এই কাশ্মীরি যুবক। ২০১৯ সালে ঊর্মিলা ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন। সেই বছর লোকসভা ভোটে উত্তর মুম্বই কেন্দ্রে প্রার্থীও হন। তবে জিততে পারেননি। গত আট বছরে মহসিন-ঊর্মিলাকে তেমনই ভাবে প্রকাশ্যে আসতে দেখা যায়নি কখনওই। কী কারণে তাঁদের এই দাম্পত্য ভাঙতে চলেছে তা নিয়ে শুরু হয়েছে কানাঘুষো।

অন্য বিষয়গুলি:

Bollywood Star Divorce Urmila Matondkar Celebrity Breakups
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy