ক্রমশ দর বাড়ছে বলিউড অভিনেতাদের! পরিস্থিতি এমনই যে ছবিপিছু নির্মাণখরচ ছাড়িয়ে যাচ্ছে মাত্রা। এর আগেও অভিনেতাদের, বিশেষত নায়কদের, পারিশ্রমিক নিয়ে মুখ খুলেছেন অনেকে। করিনা কপূর খান থেকে কঙ্গনা রনৌত— ডাকাবুকো অভিনেত্রীরা প্রশ্ন তুলেছেন নায়কের তুলনায় নায়িকার কম পারিশ্রমিক পাওয়া নিয়ে। সম্প্রতি মাত্রাছাড়া পারিশ্রমিকের বিষয়টিতে মুখ খুলেছেন পরিচালক প্রযোজক কর্ণ জোহর, ফারহা খান থেকে বর্ষীয়ান পরিচালক প্রযোজক রাকেশ রোশনও। তাঁদের সকলেরই দাবি, অভিনেতা থেকে তাঁদের সহকারী, সকলেই এত পারিশ্রমিক দাবি করছেন যে তা সামাল দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে।
এ বার মুখ খুললেন জন আব্রাহামও। সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জন বলেন, “ইতিমধ্যেই হিন্দি ছবির উপর এই প্রবণতার প্রভাব পড়তে শুরু করেছে।” তাঁর দাবি, এক জন নায়ক দিনপ্রতি ১০০ কোটি টাকা পারিশ্রমিক দাবি করছেন, তাঁর স্টাইলিস্ট চাইছেন দিনপ্রতি ২ লক্ষ টাকা। এ ভাবে আনুষঙ্গিক খরচ বাড়তে দেওয়া উচিত নয় বলেও মনে করেন তিনি। জন বলেন, “জানি না সত্যিই অভিনেতারা এ রকম বড় পারিশ্রমিক পাওয়ার কথা ভাবছেন, নাকি মধ্যস্বত্বভোগীরা ভাবাচ্ছেন তাঁদের! তবে এ কথা সত্যি যে তাঁরা একটা বুদবুদের মধ্যে বাস করছেন। কিন্তু এতটা অবুঝ হওয়ার কথা নয়। এই অলীক দুনিয়া থেকে বাইরে বেরিয়ে দেখতে হবে তো! গোটা বলিউড ইন্ডাস্ট্রি কিন্তু ভোগান্তি পোহাচ্ছে।”
জন মনে করেন, এই সময় অভিনেতারা কোনও কৃষ্ণগহ্বরের মধ্যে রয়েছেন। তাঁদের উচিত, চলচ্চিত্র জগতের মঙ্গলের কথা ভাবা। কারণ, যদি কোনও ছবির লাভ হয়, তবেই অভিনেতাদেরও লাভ হবে। উচ্চ পারিশ্রমিক দাবি করা অভিনেতাদের দিকে জনের কটাক্ষ, “আর কত দিন এই দুনিয়াকে শুষে খাবেন? আপনি কিন্তু এক হাতে তালি বাজাতে পারবেন না।”