‘লাস্ট স্টোরিজ়’-এ ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা এতটাই কি সহজ ছিল ভূমির পক্ষে? ছবি: সংগৃহীত।
একঘর লোক। চারিদিকে আলো বুম, ক্যামেরা চলছে। তার মধ্যেই ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং চলছে। জ়োয়া আখতার পরিচালিত ‘লাস্ট স্টোরিজ়’-এ প্রথম গল্পে দর্শক দেখেছিলেন ভূমি পেড়নেকরকে পরিচারিকার ভূমিকায়। যেখানে বাড়ির মালিকের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে মেয়েটি। ‘লাস্ট স্টোরিজ়’-এ ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা এতটাই কি সহজ ছিল ভূমির পক্ষে? সেই অভিজ্ঞতাই ভাগ করে নিলেন তিনি।
ভূমি বলেন, “আমাদের সময় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের বিশেষ কোনও পরিচালক থাকতেন না। কিন্তু জ়োয়া খুব ভাল ভাবে আমায় সাহায্য করেছিলেন ওই দৃশ্যে অভিনয় করার জন্য।” কিন্তু তাও খুবই অস্বস্তিতে ছিলেন তিনি। কারণ হিসাবে ভূমি বলেন, “একঘর লোকের সামনে আমার শরীরে একটা সুতো পর্যন্ত ছিল না। এর থেকেও নগ্ন কেউ থাকতে পারে বলে আমার মনে হয় না। আমি আর নীল একসঙ্গে বসে এই বিষয়ে কথা বলেছিলাম। আলোচনা করেছিলাম আমাদের সীমানা কী। কারণ সিনেমার স্বার্থে হলেও মুহূর্তগুলো কোনও ভাবেই নকল ছিল না।”
ভূমি ছাড়াও এই সিরিজ়ের বাকি গল্পে দর্শক দেখেছিলেন কিয়ারা আডবাণী, ভিকি কৌশল,রাধিকা আপ্তে-সহ একগুচ্ছ অভিনেতা-অভিনেত্রীদের। ২০১৮ সালে মুক্তি পায় এই সিরিজ়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy