গত এক মাস ধরে কুম্ভ মেলায় তারকাদের সমাহার। বলিউডে থেকে টলিউড— অনেকেই মহাকুম্ভে পুণ্যস্নান করেছেন। সমাজমাধ্যমে তারকাদের ভাগ করে নেওয়া নানা ছবি দেখে চর্চাও হয়েছে বিস্তর। ‘পাতাললোক’ খ্যাত অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে প্রয়াগরাজে রয়েছেন। নেপথ্যে অবশ্য অন্য কারণ।
আরও পড়ুন:
পুণ্যের সন্ধানে নয়, অভিষেক প্রয়াগরাজে তাঁর নতুন ছবির শুটিং করতে ব্যস্ত। নির্মাতারা সে খবর চাপা রাখতে চাইলেও অভিষেকের ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। এই ছবিতে অভিষেকের সঙ্গেই শুটিং করছেন অভিনেত্রী সাহানা গোস্বামী। ইউনিটের সঙ্গে দুই অভিনেতার ছবিই প্রকাশ্যে এসেছে। একটি ছবিতে অভিষেককে পুণ্যার্থীদের ভিড়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। অভিষেক শুটিংয়ের খবরে সিলমোহর দিয়ে বলেছেন, ‘‘শুটিং করছি। তবে এই ছবি নিয়ে এখনই কোনও তথ্য জানাতে পারব না। তবে কুম্ভ মেলায় শুটিং করা অন্য রকমের অভিজ্ঞতা। মন দিয়ে অভিনয় করছি।’’
সূত্রের দাবি, এই ছবিটি অভিষেকের কেরিয়ারের অন্যতম উল্লেখযোগ্য ছবি হতে পারে। অভিষেক এবং সাহানার জুটিকেও অন্য ভাবে নির্মাতারা দর্শকের সামনে হাজির করবেন। অভিষেককে দর্শক এর পর বড় পর্দার জন্য নির্মিত ‘মির্জ়াপুর’ ছবিতে কম্পাউন্ডার চরিত্রে দেখবেন। এ ছাড়াও অভিষেক অভিনীত ‘সেকশন এইট্টিফোর’ এবং ‘রানা নাইডু ২’ সিরিজ়গুলি মুক্তির অপেক্ষায় রয়েছে।