কাদের খান।
কখনও অমিতাভ বচ্চন, কখনও গোবিন্দ। কখনও সঞ্জয় দত্ত, কখনও বা অক্ষয় কুমার। বলিউডের বহু হিট ফিল্মে এত দিন অনিবার্য ভাবে উপস্থিত ছিলেন কাদের খান। ২০১৯ থেকে সেই জায়গাটা খালি হয়ে গেল। নতুন বছরের প্রথম দিনেই এল তাঁর প্রয়াণ সংবাদ।
কাদেরের জীবনাবসানে শোকের ছায়া নেমে এসেছে বলি ইন্ডাস্ট্রিতে। অমিতাভ বচ্চন টুইট করেছেন, ‘কাদের চলে গেলেন। দুঃখের খবর। আমার প্রার্থনা এবং সমবেদনা থাকবে। অসাধারণ মঞ্চ অভিনেতা… সিনেমারও এক প্রতিভা। আমার বহু সফল ছবিতে উনি ছিলেন…।’
পরিচালক মধুর ভান্ডারকর লিখেছেন, ‘লেখক, অভিনেতা, কমেডিয়ান কাদের খানের মৃত্যুর খবর শুনে খুবই খারাপ লাগছে। উনি একইসঙ্গে আমাদের হাসাতেন এবং কাঁদাতেন।’
আরও পড়ুন, বলিউড অভিনেতা, চিত্রনাট্যকার কাদের খান প্রয়াত
T 3045 - Kadar Khan passes away .. sad depressing news .. my prayers and condolences .. a brilliant stage artist a most compassionate and accomplished talent on film .. a writer of eminence ; in most of my very successful films .. a delightful company .. and a mathematician !! pic.twitter.com/l7pdv0Wdu1
— Amitabh Bachchan (@SrBachchan) January 1, 2019
বরুণ ধওয়নের কথায়, কাদের ছিলেন তাঁর অন্যতম আদর্শ। অনুপম খের মনে করেন, ‘কাদের খান আমাদের দেশের একজন সূক্ষ্ম অভিনেতা। সেটে ওঁর সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছি। খুব ভাল লেখকও ছিলেন। ওঁকে মিস করব।’
Sad to hear the demise of the Versatile Writer,Actor,Comedian Kader Khan.He made us laugh and cry at the same time.He entertained us with his punchful dialogues.God bless his https://t.co/HSrp7MqQMh Sir 🙏 pic.twitter.com/N8a6HVSlZc
— Madhur Bhandarkar (@imbhandarkar) January 1, 2019
১৯৭৩ সালে ‘দাগ’ ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ হয় কাদের খানের। ছবিতে ছিলেন রাজেশ খন্নাও। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে ৩০০টির কাছাকাছি ছবিতে অভিনয় করেছেন তিনি। সেইসঙ্গে পরিচালক, চিত্রনাট্যকারের ভূমিকাও পালন করেছেন। ২৫০টির বেশি ছবিতে সংলাপ লিখেছেন তিনি।
#KaderKhan Saab was one of the finest actors of our country. It was a joy and a learning experience to be on the sets with him. His improvisational skills were phenomenal. His humour was eternal and original. He was a wonderful writer. We will miss him & his brilliance.🙏🙏 pic.twitter.com/m9z1yix9HB
— Anupam Kher (@AnupamPKher) January 1, 2019
জানা গিয়েছে, কানাডাতেই কাদের খানের শেষকৃত্য সম্পন্ন হবে। টরন্টোতেই সমাধিস্থ করা হবে অভিনেতাকে।
(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy