জারিনের দাবি সম্পূর্ণ নির্দোষ তাঁরা।
বিতর্কে ‘হেট স্টোরি থ্রি’ সিনেমার অভিনেত্রী জারিন খান। সূত্রের খবর তাঁর গাড়ির সঙ্গে ধাক্কায় মারা গিয়েছেন গোয়ার এক বাইক আরোহী যুবক। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর গোয়ার আঞ্জুনায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোয়ার মপাসার বাসিন্দা ওই ব্যক্তির নাম নীতীশ গোরাল। বয়স ৩১ বছর। জারিন খানের গাড়ির সঙ্গে তাঁর স্কুটারের ধাক্কা লাগার ফলেই এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।
ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী জারিন খান ও তাঁর গাড়ির চালক আলি আব্বাস। জারিনের তরফে জানানো হয়েছে যে ওই ব্যক্তি স্কুটার নিয়ে হঠাৎ তাঁদের গাড়িতে ধাক্কা মারেন। ডিভাইডারে ছিটকে পড়ে ওই ব্যক্তির বাইক। সঙ্গে সঙ্গেই তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মারা যান নীতীশ। হেলমেট না পরার জন্য তাঁর মাথায় গুরুতর চোট ছিল বলেও জানিয়েছেন চিকিৎসকেরা। জারিন ও তাঁর গাড়িচালক তাঁদের কোনও দোষ নেই দাবি করলেও, ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
Goa: A bike-borne man died after his motorcycle rammed into a vehicle owned by actress Zareen Khan in Anjuna, last evening.
— ANI (@ANI) December 12, 2018
আরও পড়ুন: বাস্তবেও স্পার্ম ডোনেট করেছেন আয়ুষ্মান খুরানা?
সলমন খানের বিপরীতে ‘বীর’ চলচ্চিত্রের মাধ্যমে ২০১০ সালে বলিউডে ডেবিউ করেন জারিন। ‘রেডি’ সিনেমায় সলমনের সঙ্গেই জনপ্রিয় হওয়া ‘ক্যারেক্টার ঢিলা’ আইটেম নাম্বারেও দেখা গিয়েছিল তাঁকে। সম্প্রতি বিক্রম ভট্টের পরিচালনায় ‘১৯২১’ সিনেমাতেও দেখা গিয়েছে তাঁকে। তবে ‘হেট স্টোরি থ্রি’র জন্যই বেশি করে চর্চায় ছিলেন তিনি।
আরও পড়ুন: ‘আমি অন্ধকারেও তোমাকে…’ সুস্মিতাকে কী বললেন রোহমান?
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy