নানা পরিস্থিতিতে প্রায়ই অপ্রস্তুত হন ভূমি পেডনেকর, অন্তত নিজের জীবন সম্পর্কে এমনই ধারণা অভিনেত্রীর। সম্প্রতি একটি অনুষ্ঠানে সে রকমই এক অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন ভূমি। সে সময় ‘দম লগাকে হইসা’ ছবির কাজ চলছিল তখন। ভূমির প্রথম লাইভ পারফরম্যান্স। সামনে ২৫-৩০ হাজার দর্শক। আয়ুষ্মান খুরানার সঙ্গে একটি অনুষ্ঠান সঞ্চালনা করছিলেন তিনি। সইফ আলি খানের সঙ্গে বার্তালাপ হওয়ার কথা।
তার আগে ‘ওলে ওলে’ গানের সঙ্গে পা মেলাচ্ছিলেন ভূমি। হঠাৎই মঞ্চের উপর পড়ে গেলেন অভিনেত্রী। মুহূর্তে দর্শকাসন হাসিতে ফেটে পড়ে। এই প্রসঙ্গে ভূমি বললেন, “আমার জন্য মোটেই হাস্যকর পরিস্থিতি ছিল না। কিন্তু ঘটনাটা আসলে হাসির ছিল।”
ভূমি পেডনেকর কি ছবিতে শুধুই স্ত্রীর চরিত্রে অভিনয় করেন? সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী এই প্রশ্নের উত্তরে জানান, অধিকাংশ ছবিতে নায়কের স্ত্রীর চরিত্রে অভিনয় করলেও প্রতিটি চরিত্র আলাদা। তাঁর কথায়, “প্রতিটি চরিত্র কিন্তু আলাদা। বিভিন্ন উপভাষার ব্যবহার রয়েছে ছবিতে। আমি খুব দ্রুত যে কোনও ভাষা আত্মস্থ করতে পারি। তাই একই ধরনের চরিত্রে আটকে পড়েছি আমি এমন নয়।”
তিনি আরও বলেন, “আর একই ধরনের চরিত্রে আটকে পড়ার ভয়ে ছবির প্রস্তাবে রাজি হব না, এমনটা কখনও করব না। আমি সত্যিই ভাগ্যবান যে শেষ দশ বছরে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছি। আমার কাজ নিয়ে আমি যথেষ্ট গর্বিত।”