টিআরপি তালিকায় এই সপ্তাহে বড় বদল। প্রথম পাঁচ থেকে ছিটকে পড়ল বেশ কিছু ধারাবাহিক। কিন্তু শীর্ষ স্থানে রয়ে গেল জ়ি বাংলার ধারাবাহিক ‘পরিণীতা’। চলতি বছরের প্রায় প্রথম দিক থেকেই শীর্ষ স্থান থেকে এই ধারাবাহিকককে কেউ সরাতে পারেনি। এই সপ্তাহেও তার কোনও হেরফের হল না। এই সপ্তাহে ‘পরিণীতা’র প্রাপ্ত নম্বর ৬.৮।
এক লাফে অনেকটা এগিয়ে এল স্টার জলসার ধারাবাহিক ‘রাঙামতী তিরন্দাজ’। সাধারণত টিআরপি তালিকার নীচের দিকেই থাকে এই ধারাবাহিক। এই সপ্তাহে ৬.৭ নম্বর নিয়ে এই ধারাবাহিক দ্বিতীয় স্থানে। এর পরেই অর্থাৎ তৃতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’। এই ধারাবাহিকও সাধারণত প্রথম তিনটি ধারাবাহিকের মধ্যেই থাকে। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৬।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
চতুর্থ স্থানে যৌথ ভাবে রয়েছে স্টার জলসার দু’টি ধারাবাহিক। ‘উড়ান’ ও নতুন ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’— দু’টিরই প্রাপ্ত নম্বর ৬.৪। এর পরেই, অর্থাৎ পঞ্চম স্থানে ৬.৩ নম্বর পেয়ে রয়েছে ‘কথা’। প্রথম পাঁচ থেকে বেরিয়ে গিয়েছে ‘গীতা এলএলবি’ ও ‘ফুলকি’। দু’টি ধারাবাহিকই এই সপ্তাহে পেয়েছে ৬.১ নম্বর। প্রথম পাঁচে নেই ‘কোন গোপনে মন ভেসেছে’ও। ৫.৯ নম্বর নিয়ে এই ধারাবাহিক রয়েছে সপ্তম স্থানে। একই নম্বর পেয়ে সপ্তম স্থানে রয়েছে ‘গৃহপ্রবেশ’। একই নম্বর যৌথ ভাবে পাচ্ছে জ়ি বাংলার ধারাবাহিক ‘আনন্দী’ ও ‘তুমি আমার হিরো’।
অষ্টম স্থানে রয়েছে ‘চিরসখা’। ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৫। নবম স্থানে ৫.৩ নম্বর নিয়ে রয়েছে ‘মিত্তিরবাড়ি’।