অনির্বাণকে সমর্থন দেবালয়ের। গ্রাফিক: শৌভিক দেবনাথ।
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে শিল্প জগতের বিভিন্ন মানুষ পথে নেমেছেন। প্রতি দিনই তারকাদের মিছিল দেখা যাচ্ছে। তা নিয়ে সমাজমাধ্যমেও চর্চা অব্যাহত। এই অবস্থায় আন্দোলনে শিল্পীদের ভূমিকায় নিয়েই প্রশ্ন তুললেন টলিপাড়ার পরিচালক দেবালয় ভট্টাচার্য।
বিগত কয়েক দিনে সমাজমাধ্যমে একাধিক পোস্টে অনির্বাণ ভটাচার্যকে নিশানা করা হয়েছে। নেটাগরিকদের প্রশ্ন, আরজি কর-কাণ্ডে অনির্বাণ এখনও কেন চুপ করে রয়েছেন? এই প্রসঙ্গে অভিনেতাকে পূর্ণ সমর্থন জানিয়েছেন ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ওয়েব সিরিজ় খ্যাত দেবালয়। মঙ্গলবার তিনি ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে অনির্বাণ প্রসঙ্গে দেবালয় লেখেন, ‘‘অনির্বাণ ভট্টাচার্য কেন নীরব, তাই নিয়ে দেখছি নানা ক্ষোভ। তিনি একজন শিল্পী। তাঁর কাজ নয় গিয়ে মিডিয়ার সামনে বক্তব্য রাখা। তাঁর কাজ তাঁর কাজে, নাটক সিনেমাতে তার বক্তব্য রাখা। সেটা না করতে পারলে তাঁকে দুষতে পারেন।’’
দেবালয়ের মতে, ‘সেলেব্রিটি’ কোনও আন্দোলনের চালিকাশক্তি হতে পারে না। পরিচালকের যুক্তি, ‘‘সর্বপ্রথম এই সবটা (প্রতিবাদ আন্দোলন) থেকে সেলেব্রিটিদের নিষিদ্ধ ঘোষণা করা উচিত।’’ এরই সঙ্গে তিনি লেখেন, ‘‘মানুষ প্রতিবাদ করুক। সেলেব্রেটিরা ফানুস। আসিবে যাইবে ফুটেজ পাইবে।’’
দেবালয়ের মতে, আরজি কর-কাণ্ডের পরবর্তী ঘটনা রাজনৈতিক। সেখানে তারকাদের প্রাধান্য কেন দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিচালক। দেবালয় লিখেছেন, ‘‘সেলেবরা বলছেন, কারণ, সুশীল সমাজে কোনও নেতা নেই। বিপক্ষ নেই। ব্রিটিশ ভারতের বিরুদ্ধে গান্ধীর কথা শুনত লোকে, ফিয়ারলেস নাদিয়ার বক্তব্য নিত না। নিলে ট্রোল হত, আমি নিশ্চিত।’’
দেবালয়ের মতে, আরজি করের ঘটনায় যে আন্দোলন হচ্ছে, তার সঙ্গে কোনও তারকা জড়িয়ে থাকবেন কি না, সেটা মুখ্য হতে পারে না। এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের তরফে দেবালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে পরিচালক বললেন, ‘‘কোনও শিল্পী মিছিলে না হাঁটলে বা সমাজমাধ্যমে পোস্ট না করলে সেটা নিয়ে আলোচনা কেন হচ্ছে জানি না!’’ একই সঙ্গে তাঁর যুক্তি, ‘‘শিল্পীরা অবশ্যই থাকবেন। কিন্তু শুধু শিল্পীরাই কি এই আন্দোলনের মুখ? শুধুমাত্র তাঁদের কেন প্রাধান্য দেওয়া হচ্ছে, সেখানেই আমার আপত্তি।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy