জন্মদিনে শহরে নেই উষসী চক্রবর্তী। অভিনেত্রী ডুয়ার্স ভ্রমণে ব্যস্ত। সেখান থেকেই আনন্দবাজার অনলাইনকে শোনালেন অভিজ্ঞতা।
আরও পড়ুন:
সাধারণত শহরে থাকলে বিশেষ দিনটি কেক কেটে উদ্যাপন করেন উষসী। অনুরাগীদের সঙ্গেও সময় কাটান। কিন্তু চলতি বছরে নিজের সঙ্গেই বিশেষ দিনটা কাটাতে চেয়েছিলেন উষসী। সেই মতো ভ্রমণের পরিকল্পনা করেছিলেন। আনন্দবাজার অনলাইনকে উষসী জানিয়েছেন, প্রেম দিবসের দিন তিনি উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন। উষসী একা ঘুরতে গিয়েছেন। জন্মদিনে এহেন পরিকল্পনা কেন? বললেন, ‘‘আমার ইচ্ছের উপর নির্ভর করে। কখনও শহরে থাকলে বন্ধুদের নিয়ে পার্টি করি। আবার কোনও বার ইচ্ছে হলে কোথাও ঘুরতে চলে যাই।’’
উষসী মনে করেন, ঘুরতে যাওয়াও এক ধরনের উদ্যাপন। তাই জন্মদিনের দিনটা একাকী প্রকৃতির কোলে কাটাতে ভালই লেগেছে তাঁর। তিন দিন ধরে ডায়ার্সের বিভিন্ন জায়গায় ঘুরেছেন উষসী। বললেন, ‘‘ট্রেক করেছি। নৌকায় চেপে ঘুরেছি। জঙ্গলে হাতি দেখারও ইচ্ছে ছিল। কিন্তু কপাল খারাপ। তার দর্শন পাইনি।’’ মঙ্গলবার শহরে ফিরে আসবেন উষসী। তার পরেই যোগ দেবেন শুটিং ফ্লোরে।