ইদে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত দু’টি ছবি— ‘বরবাদ’ এবং ‘অন্তরাত্মা’। শেষোক্ত ছবিটির ঝলকও সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ছবিতে শাকিবের বিপরীতে রয়েছেন টলিপাড়ার অভিনেত্রী দর্শনা বণিক।
এই ছবিতেই শাকিবের সঙ্গে প্রথম অভিনয় দর্শনার। ২০২১ সালে বাংলাদেশের পাবনা জেলায় ছবির শুটিং হয়। প্রায় চার বছর পর ছবি মুক্তির নেপথ্যেও রয়েছে একাধিক কারণ। দর্শনা বললেন, “অতিমারির সময়ে যেটুকু সময় পাওয়া গিয়েছিল, তখনই শুটিং হয়েছে। তার পর আবার লকডাউন। অনেক বার ছবিমুক্তির পরিকল্পনা করেও নানা কারণে পিছিয়ে যায়।”
আরও পড়ুন:
প্রায় এক মাস ধরে ছবিটির শুটিং করেছিলেন দর্শনা। এই ছবিতে শাকিবের সঙ্গে কাজ তাঁর কাছে অন্যতম প্রাপ্তি। দর্শনার কথায়, “খুবই ভাল মনের মানুষ। কিন্তু তিনি যে এত বড় মাপের একজন তারকা, সেটা আমাকে বুঝতেই দেননি।” শাকিবের সঙ্গে কাজ করতে গিয়ে এই ছবিতে দর্শনার একাধিক স্মৃতি তৈরি হয়েছে। তবে তিনি আলাদা করে মনে রেখেছেন শাকিবের তারকাসত্তাকে। হাসতে হাসতে অভিনেত্রী বলেন, “একজন বড় তারকা সেটে আসার সময় কী হয়, সেটা ওঁকে দেখে উপলব্ধি করেছিলাম। ‘শাকিব ভাই আসছে’— এই কথাগুলো এখনও মনের মধ্যে গেঁথে আছে। সকলে যেন উত্তেজিত হয়ে উঠতেন। অথচ ফ্লোরে আসার পর দেখলাম একদম মাটির মানুষ।”
তবে একই সঙ্গে তাঁর হতাশার কথাও জানাতে ভুললেন না দর্শনা। কারণ এই মুহূর্তে শাকিব ছবির প্রচারে বাংলাদেশে ব্যস্ত। অন্য দিকে দর্শনা লখনউয়ে শুটিংয়ে। ছবি মুক্তির আগে দু’জনের দেখা হচ্ছে না। অভিনেত্রী বললেন, “শাকিব কলকাতায় এলে নিশ্চয়ই আমাদের আবার দেখা হবে। আপাতত ছবিটা যেন ও পার বাংলার দর্শকের মন জয় করে নেয়, সেটাই চাই।”