Advertisement
E-Paper

আলিয়ার গানে আরিয়ানের নাচ, কিন্তু নারীর বেশ কেন? নেপথ্য রহস্য ফাঁস করলেন অভিনেতা

নারীর বেশে আরিয়ানের ছবি প্রকাশ্যে। অভিনেতার বিশেষ লুকের নেপথ্যে রয়েছে বিশেষ কারণ।

Bengali actress Aryann Bhowmik will appear as lady in Video Bouma serial

নারীর বেশে আরিয়ানের লুক দেখে কৌতূহলী অনুরাগীরা। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৫ ০৮:৫৫
Share
Save

সাধারণত ছবি বা ওয়েব সিরিজ়ে তাঁর সৌম্যদর্শনেই অভ্যস্ত দর্শক। পাশাপাশি কাকাবাবু সিরিজ়ের ‘সন্তু’ হিসেবে তিনি জনপ্রিয়। কিন্তু সমাজমাধ্যমে অভিনেতা আরিয়ান ভৌমিকের যে ছবি ছড়িয়ে পড়েছে, সেখানে তাকে চেনা দায়। কারণ রমণীবেশে দেখা যাচ্ছে অভিনেতাকে! এই ছবি দেখে অনুরাগীদেরও কৌতূহলের পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। কারণ লম্বা চুল, লেহঙ্গা এবং ওড়নার মোড়কে তিনি সত্যিই আরিয়ান কি না, সে প্রশ্নও উত্থাপন করেছেন অনেকে।

চার বছর পর ছোট পর্দায় প্রত্যাবর্তন করেছেন আরিয়ান ভৌমিক। আর প্রত্যাবর্তনের পরেই দর্শককে চমক দিতে কোনও খামতি রাখতে নারাজ অভিনেতা। ‘ভিডিয়ো বৌমা’ ধারাবাহিকে অভিনেতাকে একজন ‘ভ্লগার’-এর চরিত্রে দেখা যাচ্ছে। আর এই চরিত্রের প্রয়োজনেই অভিনেতা নাকি নারীর ছদ্মবেশ নিয়েছেন। তার জন্য প্রায় দু’ঘণ্টা রূপটানও নিতে হয়েছে অভিনেতাকে। এর আগে সিনেমায় চিত্রনাট্যের প্রয়োজনে মহিলা সেজেছিলেন আরিয়ান। কিন্তু ধারাবাহিকে এই প্রথম। তিনি রাজি হলেন কেন? আরিয়ান বললেন, ‘‘আমি চ্যালেঞ্জ নিতে চেয়েছিলাম। প্রস্তাব আসতেই রাজি হয়ে যাই।’’ এরই সঙ্গে আরিয়ান যোগ করলেন, ‘‘এর মধ্যে তো লজ্জার কোনও কারণ নেই! তা ছাড়া এর নেপথ্যে একটা খুব ভাল কারণও দেখানো হবে ধারাবাহিকে।’’

সূত্রের খবর, ধারাবাহিকের নতুন প্রোমোয় আরিয়ানকে এই বেশে দেখা যাবে। গল্প অনুযায়ী, ভাইরাল হওয়ার জন্য ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবির ‘হোয়াট ঝুমকা’ গানের সঙ্গে একটি রিল তৈরি করতেই আকাশের (আরিয়ান অভিনীত চরিত্র) এই পদক্ষেপ। এই রিলটি দেখার পর আকাশের বাবা নাকি ছেলের উপর রেগে যান। আর তখনই সেই দৃশ্যে প্রবেশ করে ধারাবাহিকের নায়িকা মাটি।

আসলে আরিয়ানের এই লুকের মাধ্যমে সমাজে নারী-পুরুষের সমানাধিকারের বার্তাই দিতে চাইছেন ধারাবাহিকের নির্মাতারা। কারণ আকাশের উপর বাবা রাগ করলে মাটি নাকি প্রতিবাদ করে। তার যুক্তি, পুরুষ নারীর গায়ে হাত তুললে ‘দোষ’ নেই, কিন্তু সেই পুরুষই নারীর বেশ ধারণ করলে কটাক্ষ ধেয়ে আসে! আরিয়ান বললেন, ‘‘একটা প্রথা ভাঙার বার্তা দেওয়ার জন্য নির্মাতারা আমার কথা ভেবেছেন বলে আমি কৃতজ্ঞ। আশা করি দর্শকের আমার এই লুক পছন্দ হবে।’’

New bengali serial Aryann Bhowmik

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}