Advertisement
০৫ জানুয়ারি ২০২৫
Arun Roy death

‘বেঁচে থাকতে থাকতে তার প্রাপ্য সম্মান ও কাজ পাক মানুষ’, অরুণ রায়ের প্রয়াণে ক্ষোভ অনুরাধার

পরিচালক অরুণ রায়ের প্রয়াণে অনেকেই সমাজমাধ্যমে শোকবার্তা প্রকাশ করেছেন। তবে বিষয়টিকে অন্য ভাবে দেখতে চাইলেন অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায়।

Bengali actress Anuradha Mukherjee remember deceased director Arun Roy

(বাঁ দিকে) অরুণ রায়। অনুরাধা মুখোপাধ্যায় (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৫ ১৫:৪৬
Share: Save:

বৃহস্পতিবার সকালে প্রয়াত হয়েছেন বাংলা ছবির পরিচালক অরুণ রায়। তার পর থেকেই সমাজমাধ্যমে বিনোদন জগতের বিশিষ্টজনেরা প্রয়াত পরিচালককে স্মরণ করেছেন। কিন্তু এই ‘ধারা’ নিয়েই আপত্তি জানিয়েছেন অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায়।

বৃহস্পতিবার সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন অনুরাধা। অভিনেত্রীর দাবি, অরুণ জীবদ্দশায় তাঁর প্রাপ্য সম্মান পাননি। অনুরাধা লেখেন, ‘‘মারা যাওয়ার পর সম্মান না দেখিয়ে বরং জীবৎকালে উপযুক্ত সম্মান আর তার প্রাপ্য কাজ পান সব মানুষ।’’ অনুরাধা প্রয়াত পরিচালককে স্মরণ করে আরও লেখেন, ‘‘যেখানে আছ, ভাল থেকো অরুণদা। যদি পরের জন্ম হয়, তা হলে অনেক অনেক সিনেমা বানিয়ো।’’

অরুণের কোনও ছবিতে অনুরাধা অভিনয় করেননি। তবে দু’জনের দীর্ঘ দিনের আলাপ। আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হলে অভিনেত্রী বললেন, ‘‘‘হীরালাল’-এর প্রিমিয়ারে আমাদের প্রথম আলাপ। তার পর থেকে নিয়মিত যোগাযোগ ছিল। শারীরিক অসুস্থতার সময়ও তো ছবি নিয়েই সময় কাটাতেন।’’

অনুরাধা কি মনে করেন, টলিপাড়ায় একাংশ তাঁদের প্রাপ্য সম্মান পান না? বক্তব্য মেনে নিয়ে অনুরাধার উত্তর, ‘‘এটা তো এখানকার একটা ধারা। প্রয়াণের পর সকলে লেখা শুরু করেন। সেটাকে অসম্মান করছি না, কিন্তু অরুণদা তাঁর প্রাপ্য সম্মান পাননি।’’

অনুরাধার মতে, শুরুর দিকে অরুণ ইন্ডাস্ট্রির একটা বড় অংশের সাহায্য পাননি। বললেন, ‘‘অরুণদা শুরুর দিকে কতটা কষ্ট করে ছবি তৈরি করেছিলেন, সেটা আমরা জানি। ‘হীরালাল’ ছবিটার জন্য অরুণদার সঙ্গে সঙ্গে কিঞ্জলও (অভিনেতা কিঞ্জল নন্দ) প্রচুর লড়াই করেছে। তখন তো কেউ পাশে দাঁড়ায়নি।’’

তবে কথা প্রসঙ্গেই অভিনেতা দেবকে ধন্যবাদ জানাতে চাইলেন অনুরাধা। বললেন, ‘‘‘বাঘা যতীন’ থেকে শুরু করে অরুণদার ক্যানসার চিকিৎসায় পাশে ছিলেন দেবদা। এমনকি হাসপাতালেও তাঁকে দেখতে গিয়েছিল দেবদা। নতুনদের তিনি যে ভাবে সুযোগ দেন, তা সত্যিই প্রশংসনীয়।’’

অরুণ পরিচালিত ‘অরণ্যের দিনরাত্রি’ ছবিটি এখনও মুক্তি পায়নি। তবে ছবির শুটিং শেষ হয়েছে। অনুরাধা বললেন, ‘‘এই ছবিটা মুক্তি পেলে আমি খুব খুশি হব। সকলের এগিয়ে আসা উচিত। ছবিটা মুক্তির মাধ্যমেও তো অরুণদাকে শ্রদ্ধার্ঘ্য জানানো যায়।’’

অন্য বিষয়গুলি:

Arun Roy Anuradha Mukherjee Bengali Director Bengali Actress Tollywood News
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy