Advertisement
০৯ জানুয়ারি ২০২৫
Sean Banerjee

১৭ বছরের সম্পর্কে ইতি, সুপ্রিয়া দেবীর জন্মদিনে মন ভাল নেই নাতি শনের, নেপথ্যে কোন কারণ?

বুধবার সুপ্রিয়া দেবীর জন্মদিন। মন ভাল নেই তাঁর দৌহিত্র শন বন্দ্যোপাধ্যায়ের। নেপথ্য কারণ জানালেন অভিনেতা।

Bengali actor Sean Banerjee is feeling low on his grandmother Supriya Devi’s birthday for this reason

অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ ১৭:৩৮
Share: Save:

অভিনেতাদের জীবনে ব্যস্ততা রয়েছে। রয়েছে একাকিত্ব। কাছের মানুষের সংখ্যাও কম। শন বন্দ্যোপাধ্যায়ের জীবনে ১৭ বছরের একটি সম্পর্কের অবসান। মনখারাপ অভিনেতার।

বুধবার শন তাঁর প্রিয় পোষ্য সারমেয়টিকে হারিয়েছেন। সমাজমাধ্যমে একটি পোস্ট করে বিষয়টি অনুরাগীদের নজরে এনেছেন অভিনেতা। মন ভাল নেই অভিনেতার। তবু আজকের দিনে কোনও রকম ছুটি নিতে নারাজ অভিনেতা। কাজ মিটিয়ে চলে গিয়েছেন ধারাবাহিকের শুটিং ফ্লোরে। সেখান থেকে আনন্দবাজার অনলাইনকে শন বললেন, ‘‘একবার ভেবেছিলাম ছুটি নেব। কিন্তু তার পর মনে হল, কাজের মধ্যে থাকলে হয়তো মন ভাল থাকবে। তাই চলে এসেছি।’’

শন জানালেন, গত ছ’মাস ধরেই তাঁর পোষ্যের শরীর ভাল ছিল না, পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছিল। শনের কথায়, ‘‘গত কয়েক দিন ধরেই ভাল করে খাওয়াদাওয়া করছিল না কোকো। সকালে দেখা গেল ও আমাদের ছেড়ে চলে গিয়েছে।’’

উল্লেখ্য, বুধবার শনের দিদা অভিনেত্রী সুপ্রিয়া দেবীর ৯১তম জন্মদিন। এই দিনটা অভিনেতার কাছে খুবই তাৎপর্যপূর্ণ। কিন্তু একই দিনে প্রিয় পোষ্যের চলে যাওয়ায় কোথাও মন ভারাক্রান্ত অভিনেতার। এই প্রসঙ্গে সমাজমাধ্যমে শন লেখেন, ‘‘কী অদ্ভুত ভাবে দিদার জন্মদিনেই ও আমাকে ছেড়ে চলে গেল। আমার মনে হয়, তাদের দু’জনের কোথাও হয়তো দেখা হবে। বুঝতে পারছি সব কিছুই কোনও একটা কারণে হয়ে থাকে।’’

অন্য বিষয়গুলি:

Sean Banerjee Supriya Devi Tollywood Actor Tollywood News Bengali Actor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy