Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Singer

James: গায়ক জেমস হঠাৎ আদালতে! কোন মামলায় জড়ালেন রক-তারকা?

বিচারক তাঁকে ঢাকার গুলশন থানায় গিয়ে মামলার পরামর্শ দেন এবং বলেন, থানা যদি মামলা না নেয় তবেই তিনি যেন আদালতে আসেন।

মামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কিছু বলেননি জেমস।

মামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কিছু বলেননি জেমস।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২১ ১৯:২০
Share: Save:

জেমসের বাংলা রক দুই বঙ্গেই বিপুল ভাবে আদৃত। ভক্তরা তাঁকে ডাকেন ‘নগরবাউল’ নামে। পুরো নাম মাহফুজ আনাম জেমস। জনপ্রিয়তা তুঙ্গে থাকলেও শিল্পী পছন্দ করেন নিভৃতি। বর্তমানে ছবি তুলতে ভালবাসেন। ভারতে হিন্দি ছবিতে তাঁর গাওয়া গান ‘ভিগি ভিগি’ আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিল।

কিন্তু হঠাৎ আদালত চত্বরে দেখা গেল জেমসকে।

জানা গেল, তিনি এসেছিলেন ঢাকার নিম্ন আদালতে মামলা করতে। তাঁর অনুমতি না নিয়েই তাঁর গানের স্বত্ব নিয়েছে একটি মোবাইল ফোন কোম্পানি। বিষয়টি জানতে পেরে আদালতে গিয়ে মামলার আবেদন করেন জেমস।

হঠাৎ আদালত চত্বরে দেখা গেল জেমসকে।

হঠাৎ আদালত চত্বরে দেখা গেল জেমসকে।

বিচারক তাঁকে ঢাকার গুলশন থানায় গিয়ে মামলার পরামর্শ দেন এবং বলেন, থানা যদি মামলা না নেয় তবেই তিনি যেন আদালতে আসেন।

মামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কিছু বলেননি জেমস। তাঁর ম্যানেজার জানিয়েছেন, স্বত্ব সংক্রান্ত নিয়ে আইনজীবীর সঙ্গে পরামর্শ করা হয়েছে। স্বত্ব লঙ্ঘনের মামলা করবেন জেমস।

বাংলাদেশের সঙ্গীত মহল এই ঘটনায় আশাবাদী যে, স্বত্ব লঙ্ঘনের মতো বিষয়ে জেমস সরব হওয়ায় তাঁদের দীর্ঘদিনের একটি সমস্যা এ বার সমাধানের দিকে যাবে।

অন্য বিষয়গুলি:

Singer Bangladesh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE