শ্যুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। তার পর হাসপাতালে।উৎকণ্ঠা ছিল তিনি কোভিড আক্রান্ত হলেন কি না। সেরে উঠেই ফের আইনি লড়াইয়ে ব্যস্ত হয়ে পড়েছেন বাংলাদেশের জনপ্রিয় ও বিতর্কিত নায়িকা পরীমণি।
গত বছর ৪ আগস্ট পরীমণির ফ্ল্যাটে আচমকা তল্লাশি চালায় পুলিশ। অবৈধ মাদকদ্রব্য মজুত করার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার করা হয় তাঁকে। পরীমণির পক্ষে-বিপক্ষে বাংলাদেশ তখন উত্তাল। অনেক কাঠখড় পুড়িয়ে জামিন পান নায়িকা। এ বছরের ৫ জানুয়ারি পরীমণি-সহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মহম্মদ নজরুল ইসলাম অভিযোগ গঠন করেন। অভিযোগপত্রে বলা হয়েছে, পরীমণির বাড়ি থেকে উদ্ধার হওয়া মাদকদ্রব্যের বৈধ কোনও নথি নেই। মামলার অন্য দুই অভিযুক্ত আশরাফুল ইসলাম ও কবীর হোসেনের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ একাধিক অভিনেত্রী।
৫ জানুয়ারি এই বিশেষ জজ আদালতে পরীমণি সহ তিনজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হলেও তা খারিজ করে দেন বিচারক। ৩০ জানুয়ারি, রবিবার দায়ের করা মামলা ও অভিযোগ গঠনের আদেশ বাতিল করার আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পরীমণি। অ্যাডভোকেট জেড আই খান পান্না আবেদনের খবরটি নিশ্চিত করেছেন সংবাদমাধ্যমকে।
উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার কথা। তার আগেই হাইকোর্টে নায়িকার এই আবেদন। পরিস্থিতি কোন দিকে গড়ায়, সে দিকেই এখন সকলের নজর।