Advertisement
০৪ জানুয়ারি ২০২৫
nusrat faria

পাশের মানুষটির আপনার কারণে করোনা হতে পারে: নুসরত ফারিয়া

ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। সেখানেই নুসরতকে বলতে শোনা যাচ্ছে, এই মুহূর্তে গোটা বিশ্ব যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তা নিয়ে চিন্তিত তিনি। নিজের দেশকে নিয়েও বেশ উদ্বিগ্ন অভিনেত্রী। নুসরতের কথায়, “সবাই যদি আমারা একটু সতর্ক হই, বাড়িতে থাকি এই ক’টা দিন, তাহলে পরিস্থিতি  সহজেই সামাল দেওয়া সম্ভব হবে।”

নুসরত ফারিয়া।

নুসরত ফারিয়া।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ মার্চ ২০২০ ১৪:৫০
Share: Save:

করোনা আতঙ্কে কাঁপছে বিশ্ব। বলিউড-টলিউডে শুটিং বন্ধ হয়েছে আগেই। এ বার বাংলাদেশেও বন্ধ হতে চলেছে শুটিং। যে হারে সংক্রমণ বেড়ে চলেছে তাতে উদ্বিগ্ন অভিনেত্রী নুসরত ফারিয়াও।

ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। সেখানেই নুসরতকে বলতে শোনা যাচ্ছে, এই মুহূর্তে গোটা বিশ্ব যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তা নিয়ে চিন্তিত তিনি। নিজের দেশকে নিয়েও বেশ উদ্বিগ্ন অভিনেত্রী। নুসরতের কথায়, “সবাই যদি আমারা একটু সতর্ক হই, বাড়িতে থাকি এই ক’টা দিন, তাহলে পরিস্থিতি সহজেই সামাল দেওয়া সম্ভব হবে।”

‘অপারেশন সুন্দরবন’ ছবির শুটিং প্রাথমিক পর্যায়ে শেষ করে আপাতত ১১ মার্চ থেকে কাজকর্ম বন্ধই রেখেছেন নুসরত। “আপনি হয়তো মনে করছেন এই রোগ আপনার উপর প্রভাব বিস্তার করবে না, কিন্তু আপনার জন্য আপনার পাশের মানুষটি কিন্তু আক্রান্ত হতে পারেন। সবার রোগ প্রতিরোধ ক্ষমতা সমান নয়। মাস্ক পরুন, হাত পরিষ্কার রাখুন”, বলছেন তিনি। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো নানা ধরনের ভুয়ো সংবাদে যেন কেউ বিচলিত হয়ে না পড়েন, সেই আর্জিও জানিয়েছেন অভিনেত্রী।

দেখুন কী বলছেন নুসরত

Ps ( I removed the seat belt only for the video)

A post shared by Faria (@nusraat_faria) on

গতকাল টলিউড অভিনেত্রী এবং বসিরহাটের সাংসদ নুসরত জাহানও কী ভাবে হাত পরিষ্কার রাখতে হবে তা নিয়ে ভিডিয়ো পোস্ট করেছিলেন। দীপিকা-ক্যাটরিনাও অংশ নিয়েছিলেন ‘সেফ হ্যান্ড চ্যালেঞ্জে’। বলি-টলি পেরিয়ে করোনা আতঙ্কের রেশ এ বার পৌঁছে গেল ঢালিউডেও।

আরও পড়ুন-‘নারকীয় ঘটনার বিচার পেতে এত সময় লাগল কেন’? উত্তর খুঁজছে বলিউড

অন্য বিষয়গুলি:

Nusrat Faria Tollywood Bangladesh Coronavirus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy