Advertisement
১৬ ডিসেম্বর ২০২৪
Shakib Khan

সোনলের সঙ্গে শুটিংয়ের মাঝে গুরুতর অসুস্থ শাকিব খান, কী ভাবে চলছে কাজ?

আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা শাকিব খান। শুটিংয়ের জন্য নায়ক এখন রয়েছেন ভারতেই। ক্যামেরার সামনে শট দিচ্ছেন কী ভাবে?

Bangladeshi actor Shakib Khan is down with fever and still doing shooting

(বাঁ দিকে) সোনল চৌহান, শাকিব খান (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৩ ১৭:০৩
Share: Save:

শুটিংয়ের মাঝে অসুস্থ অভিনেতা শাকিব খান। নায়কের নতুন ছবির পরিচালক অনন্য মামুন নিজের সমাজমাধ্যমের পাতায় জানিয়েছেন অভিনেতার অসুস্থতার কথা। তবে শুধু শাকিব নন, অসুস্থ সেটের অর্ধেকেরও বেশি সদস্য। মামুন ফেসবুকে লেখেন, “ইউনিটের ৭০ শতাংশ কুশলী ভাইরাস জ্বরে আক্রান্ত। শাকিব ভাই, সোনল—সবার। তাও থেমে নেই আমরা। ‘দরদ’-এ ডুবে আছি।” প্রথম বার সর্বভারতীয় ছবিতে সই করেছেন নায়ক। তাঁর নায়িকা হলেন সোনল চৌহান। তাঁদের শুটিংয়ের কিছু কিছু ছবিও ইতিমধ্যে এসেছে প্রকাশ্যে। গায়ে জ্বর নিয়েই শুটিং চালিয়ে যাচ্ছেন নায়ক।

এমনিতে শাকিবকে নিয়ে বিতর্কের শেষ নেই। বিশেষত তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা জারি সব সময়ই। এক দিকে রয়েছে তাঁর প্রথম পক্ষের স্ত্রী অপু বিশ্বাসকে নিয়ে আলোচনা। অন্য দিকে তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রী শবনম বুবলিকে নিয়ে চলছে বিস্তর সমালোচনা। কিছু দিন আগে তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিলেন এক প্রযোজকও। কিন্তু সেই সবই সময়ের সঙ্গে ধামাচাপা পড়ে গিয়েছে।

তবে শকিবের জীবনে যত বিতর্কই এসেছে প্রতিটি সময় তাঁর পাশে ছিলেন প্রথম পক্ষের স্ত্রী অপু। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই সে কথা প্রকাশ্যেই জানিয়েছিলেন অভিনেতা। তবে যাই হয়ে যাক না কেন দুই পক্ষের দুই ছেলের প্রতি সমান যত্নবান শাকিব। তাদের নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতেও যান শাকিব। আপাতত নায়ক মন দিয়েছেন তাঁর নতুন কাজে।

অন্য বিষয়গুলি:

movie Shakib Khan Bangladeshi Actor Sonal Chauhan Bollywood Actress Bangladeshi Movie
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

সরাসরি দেখুন বছরের বেস্ট সন্ধ্যা

বছরের বেস্ট ২০২৪

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy