সেই রিইউনিয়ন। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
রিইউনিয়ন। সৃষ্টির সঙ্গে স্রষ্টার। শুক্রবার দিল্লিতে অনেক দিন পর দেখা হল ‘তুলসী’, ‘পার্বতী’ ও একতা কপূরের। বিষয়টা ঠিক কী?
এক সময় ‘কিউ কি সাস ভি কভি বহু থি’ অথবা ‘কহানি ঘর ঘর কি’-র গল্পের টানে মজেছিলেন দর্শক। এই দুই মেগার কেন্দ্রীয় চরিত্র ‘তুলসী’ ও ‘পার্বতী’কে তৈরি করেছিলেন একতা কপূর। এই দুই চরিত্রকে যাঁরা পর্দায় গড়ে তুলেছিলেন সেই স্মৃতি ইরানি ও সাক্ষী তনওয়ারের সঙ্গে একতার দেখা হল বহু দিন পরে। সৌজন্যে বালাজি প্রোডাকশনের ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন।
আরও পড়ুন, সুনীলকে ফেরানোর চেষ্টা আর করবেন না কপিল
১৬ এপ্রিল ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে বালাজি টেলিফিল্মসের নতুন অ্যাপ এএলটি বালাজি। পরিচালক অভিনেতাদের বিভিন্ন শোয়ের ভিডিও দেখা যাবে এই ডিজিটাল প্ল্যাটফর্মে। এই প্রজেক্টের সঙ্গে আপাতত যুক্ত হচ্ছেন নাগেশ কুকনুর জুহি চাওলা নিমরত কউর রাজকুমার রাও হংসল মেহেতা সাক্ষী তনওয়ার রাম কপূর অতুল কুলকার্নি সমীর সোনি প্রমুখ। !
!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy