বাবুল সুপ্রিয় এবং বিশ্বজিৎ চট্টোপাধ্যায়
বাংলাকে সম্মান জানানোর জন্য প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানান বাঙালিত্বের গর্বে গর্বিত বাবুল সুপ্রিয়। ৫১তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাঙালি অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে পুরস্কার দেওয়া হচ্ছে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে। সে কথা উল্লেখ করে টুইট করেন সাংসদ-গায়ক বাবুল সুপ্রিয়।
অভিনেতা, পরিচালক, গায়ক ও প্রযোজক। একাধারে এত গুণ বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের! বাংলা ছবিতে তাঁর অসীম অবদানের কথা মাথায় রেখে 'ইন্ডিয়ান পার্সোনালিটি অব দ্য ইয়ার' পুরস্কার তুলে দেওয়া হবে বিশ্বজিতের হাতে।
গোয়ায় অনুষ্ঠিত হচ্ছে ভার্চুয়াল চলচ্চিত্র উৎসব। ১৬ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব। উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠানটি কেবল ভার্চুয়ালি হচ্ছে না। তবে তাতেও দর্শক সংখ্যা সীমিত। ১৬ জানুয়ারি সেই উদ্বোধনী অনুষ্ঠানেই তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর এই পুরস্কারের ঘোষণা করেছেন। জানিয়েছেন, মার্চ মাসে তাঁর কাছে পৌঁছে যাবে এই ‘ইন্ডিয়ান পার্সোনালিটি অব দ্য ইয়ার’ পুরস্কারটি।
আইএফএফআই-র ঘোযণা করার পরেই বাবুল সুপ্রিয় টুইট করে নিজের অভিব্যক্তির কথা প্রকাশ করেন। এক জন বাঙালি অভিনেতাকে এই পুরস্কার দেওয়ায় তিনি অত্যন্ত খুশি বলে জানালেন। টুইট করলেন, ‘বাংলার সন্তানকে সম্মান জানানোর মধ্যে দিয়ে ফের বাংলার মুখ উজ্জ্বল করলেন শ্রী নরেন্দ্র মোদি ও শ্রী প্রকাশ জাভড়েকর। আপনাদের অসংখ্য ধন্যবাদ।’
Many sincere thanks to Honble Min for I&B, Shri @PrakashJavdekar ji under the able guidance of Honble PM Shri @narendramodi ji, has made Bengal proud once again by honouring one of her Illustrious Sons with this prestigious Award•Looking forward to the event in Goa on the 24th
— Babul Supriyo (@SuPriyoBabul) January 16, 2021
Proud as a Bengali that Legendary Actor, Director Shri. Bishwajeet Chatterjee have been honoured with the 'IFFI Indian Film Personality of the Year 2020' & he shall be presented with the honour at the Closing Ceremony of the ongoing IFFI on the 24th in Goa•Many Congratulations
— Babul Supriyo (@SuPriyoBabul) January 16, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy