'বাহুবলী-২' কে পিছনে ফেলল 'বধাই হো'
বক্স অফিসে চমক দিয়েই চলেছে ‘বধাই হো’। আয়ুষ্মান খুরানা অভিনীত কম বাজেটের এই ছবি পিছনে ফেলে দিয়েছে বলিউডের বহু বড় বাজেটের সিনেমাকেও। এমনকি প্রভাস আভিনীত ‘বাহুবলী-২: দ্য কনক্লুশন’-ও পিছিয়ে পড়েছে ‘বধাই হো’-র সঙ্গে লড়াইয়ে।
কিন্তু কোন হিসেবে দেখা হচ্ছে এই লড়াইকে?
বিশেষজ্ঞরা এই লড়াইকে দেখছেন সরাসরি টিকিট বিক্রির হিসাবে। বক্স অফিসের হিসাবে, ষষ্ঠ সপ্তাহে ‘বাহুবলী-২’-এর টিকিট বিক্রি হয়েছিল মোট ৩ কোটি ৩৫ লক্ষ টাকার। সেখানে ‘বধাই হো’-র টিকিট বিক্রি হয়েছে মোট ৩ কোটি ৯৫ লক্ষ টাকার।
এখনও অবধি ‘বধাই হো’ মোট ব্যবসা করেছে ১৩২ কোটি ৩৫ লক্ষ টাকার। রাজকুমার রাও-শ্রদ্ধা কপূর অভিনীত ‘স্ত্রী’-কে টপকে এটা এখন ২০১৮ সালে বলিউডের সব থেকে বেশি ব্যবসা করা সিনেমার তালিকায় ষষ্ঠ।
আরও পড়ুন: বিয়ের আগে সব্যসাচীর শাড়িতে সাজলেন ঈশা!
বিদেশের বাজারেও চুটিয়ে ব্যবসা করেছে ‘বধাই হো’। আমেরিকা ও কানাডায় ছবিটি ২১ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে বলে বাণিজ্য বিশেষজ্ঞ তরণ আদর্শ জানিয়েছেন।
এই ট্রেন্ড দেখে চলচ্চিত্র সমালোচকেরা বলছেন যে, ফের এক বার প্রমাণ হল সিনেমায় কনটেন্টই আসল রাজা। সিনেমার গল্প বা বিষয় ভাল না হলে শুধু নামজাদা তারকা দিয়ে আর সিনেমা হলে লোক টানা যাবে না বলেই তাঁদের মত। সম্প্রতি এরই প্রতিফলন দেখা গিয়েছে ‘ঠাগস্ অব হিন্দোস্তান’ বক্স অফিসে একদমই ভাল করতে না পারায়।
আরও পড়ুন: নাচতে নাচতেই স্টেজে লুটিয়ে পড়ে মৃত্যু মুম্বইয়ের কিশোরীর। দেখুন ভাইরাল ভিডিয়ো
সন্তানেরা বড় হয়ে যাবার পরে মধ্যবিত্ত পরিবারের ‘সিনিয়র’, অর্থাৎ বাবা-মায়েদের পারস্পরিক সম্পর্ক ও ভালবাসার গল্পই বলে ‘বধাই হো’। যদিও ‘বধাই হো’-র এই বিপুল সাফল্যের পরেও তাঁর পা মাটিতেই রয়েছে বলে জানিয়েছেন পরিচালক অমিত শর্মা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy