বুধবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র একটি তদন্তকারী দল (এসআইটি) জানিয়েছে, মাদক মামলা বা আন্তর্জাতিক মাদক পাচারের সঙ্গে কোনও ভাবে যুক্ত নন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। ঘণ্টা কয়েক পরে সেই ঘোষণাকে ‘ভুল’ বলে দাবি করলেন এনসিবি-র ডিরেক্টর জেনারেল সঞ্জয় সিংহ।
বুধবার সকালে নাম প্রকাশে অনিচ্ছুক ওই দলের পক্ষ থেকে জানানো হয়েছিল, আরিয়ান যে মাদক নেওয়া বা মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন, এমন কোনও প্রমাণ নেই। দলের দাবি, তদন্ত করতে গিয়ে প্রমোদতরী অভিযানে তারকা-সন্তানকে গ্রেফতারের পিছনেও অনেক ফাঁক চোখে পড়েছে তাঁদের।
যদিও তখনই জানা গিয়েছিল, চূড়ান্ত চার্জশিট পেশ করার আগে এনসিবি আরও এক বার গোটা বিষয় খুঁটিয়ে দেখবে। তার আগেই এসআইটি-র বক্তব্য থেকে সরে দাঁড়াল এনসিবি।
সঞ্জয় বললেন, ‘‘আরিয়ানের বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে যে খবর রটেছে, তা সত্যি নয়। খবর প্রকাশ করার আগে এনসিবি-র সঙ্গে আলোচনা করা হয়নি। এখনও তদন্ত চলছে। এত তাড়াতাড়়ি কিছু বলাটা উচিত নয়।’’
সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, যেখানে এসআইটি দাবি করেছে, আরিয়ানের কাছে মাদক পাওয়া যায়নি। তাই তাঁর ফোনের হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখা তদন্তের অন্তর্গত হওয়া উচিত ছিল না। কিন্তু তা করা হয়েছে। কারও সঙ্গে কোনও কথোপকথনে এমন কিছু পাওয়া যায়নি, যা দিয়ে প্রমাণ করা যেতে পারে যে আরিয়ান আন্তর্জাতিক মাদক পাচারের সঙ্গে কোনও ভাবে যুক্ত।