Advertisement
৩০ অক্টোবর ২০২৪
arjun kapoor

Arjun Kapoor: বয়কট করলে অন্তত জানা যাবে আপনিও নায়ক! বয়কট-নীতি নিয়ে সরব হওয়ায় অর্জুনকে বিদ্রুপ

হিন্দি ছবিকে ঘিরে একের পর এক বিতর্ক। সরব হয়েছিলেন অর্জুন। এ প্রসঙ্গে কী প্রতিক্রিয়া দর্শকের?

কটাক্ষের মুখে অর্জুন কপূর।

কটাক্ষের মুখে অর্জুন কপূর।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২২ ১৩:২০
Share: Save:

তারকাদের নিস্তব্ধতাকে দুর্বলতা ভেবে নিচ্ছেন দর্শক— বলিউডের একের পর এক ছবি বয়কট প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেতা অর্জুন কপূর। অভিনেতার এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে আরও বিতর্ক।

দর্শকের একাংশের বক্তব্য, অর্জুন এমন কথা বলতেই পারেন, কারণ ওঁর ছবি কেউ দেখেন না। কেউ যদি বয়কটের স্লোগান তোলেন, তা হলে দর্শক অন্তত জানতে পারবেন, অর্জুনেরও ছবি মুক্তি পায়। কারণ কথায় আছে, কুপ্রচারেও আদতে লাভ হয়।

মুম্বইয়ের এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে নায়ক বলেন, “আমরা কোনও কথা না বলে ক্ষতি করছি। কারণ সবাই ধরে নিচ্ছেন, এটা আমাদের দুর্বলতা। আমি বিশ্বাস করি, কাজই সত্য, মানুষের কাজই কথা বলে।”

‘লাল সিংহ চড্ডা’, ‘রক্ষাবন্ধন’-এর পর শাহরুখ খানের ‘পাঠান’ নিয়ে উঠেছে বিতর্কের ঝড়। এই জল এখন কত দূর গড়ায়, তা বলবে সময়।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE