‘কাশ্মীর ফাইলস’ নিয়ে কী বললেন অনুরাগ কাশ্যপ?
এক চলচ্চিত্র যা নব্বইয়ের দশকে কাশ্মীরি হিন্দুদের গণহত্যার কথা স্মরণ করিয়ে দেয়, সেই ছবি আর যাই হোক অস্কারে মনোনীত হতে পারে না, সম্প্রতি এমনটাই বললেন পরিচালক অনুরাগ কাশ্যপ। অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার এবং পল্লবী জোশী অভিনীত ‘কাশ্মীর ফাইলস’ মুক্তি পেয়েছিল ২০২২ এর ১১ মার্চ। সে ছবি ঘিরে বহু বিতর্ক আজও পিছু ছাড়েনি। কেউ ঘৃণা বোধ করেছেন, কেউ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সব মিলিয়ে বক্স অফিসে লাভের অঙ্কটা ছিল ভালই।
বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘কাশ্মীর ফাইলস’ যদিও নিরপেক্ষ ইতিহাস আশ্রিত ছবি বলেই মনে করেন অনেকে। তাঁদের মতে, এ ছবি ফিরিয়ে নিয়ে যায় ১৯৮৯ এর বিভীষিকায়। যখন কাশ্মীরে অশান্তি শুরু হয়েছিল। ক্রমবর্ধমান ইসলামিক জিহাদের ফলে, সংখ্যাগরিষ্ঠ হিন্দু পণ্ডিতদের উপত্যকা ছেড়ে পালাতে বাধ্য করা হয়েছিল। বিতর্কিত পটভূমির কারণে, ছবিটি মুক্তির আগে আইনি সমস্যায় পড়েছিল। বেশ কয়েকটি বাধার সম্মুখীন হয়েছিলেন নির্মাতারা। সেই বিতর্ক আবার উস্কে দিলেন ঠোঁটকাটা অনুরাগ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুরাগ মন্তব্য করলেন, ‘‘অস্কারের জন্য এ ছবি মনোনীত হবে না। ভারত যদি ‘আরআরআর’ অস্কারে অফিসিয়াল এন্ট্রি হিসাবে পাঠায়, তা হলে বরং সেই ছবিটি সেরা আন্তর্জাতিক বৈশিষ্ট্যের জন্য অনুমোদন পাবে। ভারতীয় ছবির মধ্যে প্রথম পাঁচে থাকতে পারে ‘আরআরআর’। আমি অবশ্য জানি না কোন ছবি চূড়ান্ত হবে, তবে আশা করি ‘কাশ্মীর ফাইলস’ নয়।’’
এতে খেপে ওঠেন বিবেক। অনুরাগকে পাল্টা তোপ দেগে বলেন, ‘‘বলিউডের দুষ্টু পরিচালক, ‘কাশ্মীর ফাইলস’ এর বিরুদ্ধে ধর্মযুদ্ধ শুরু করেছে।’’
কাশ্যপ যে অন্য দিকে একাধিক কর ফাঁকি এবং যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত সে দিকেও আঙুল তোলেন বিবেক।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy