খুব শিগগিরিই নাকি নাম বদলাতে চলেছে ‘সর্বজয়া’র
সম্প্রচারের আগে থেকেই চর্চায় দেবশ্রী রায় অভিনীত ধারাবাহিক ‘সর্বজয়া’। এই ধারাবাহিক দিয়েই ১০ বছর পরে রাজনীতি থেকে বিদায় নিয়ে অভিনয় দুনিয়ায় ফিরেছেন অভিনেত্রী। তখনই কটাক্ষ শুরু। দেবশ্রী মানেই যেন আজও ‘রক্তে লেখা’ ছবির জনপ্রিয় গান ‘কলকাতার রসগোল্লা’। সেই উপমা টেনে কিছু জনের ততক্ষণাৎ কটূক্তি, ‘টাটকা রসগোল্লা বাসি হয়ে গিয়েছে!’ ধারাবাহিকের প্রচার ঝলক প্রকাশ্যে আসার পরেই প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী শুনেছেন, ‘শ্রীময়ী’ ধারাবাহিকের আদলে বানানো তাঁর নতুন ধারাবাহিক। যদিও প্রতি সপ্তাহের রেটিং চার্টে তার জবাব দিয়েছেন দেবশ্রী। ‘সর্বজয়া’ শুরু থেকেই ভাল ফলাফল করে এসেছে।
তার পরেও সাম্প্রতিক চর্চা, খুব শিগগিরিই নাকি নাম বদলাতে চলেছে ‘সর্বজয়া’র। নতুন নাম ‘সর্বজিতা অনু’। শুধু তাই নয়, দেবশ্রী রায়ের জায়গায় নাকি অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় ওড়িয়া অভিনেত্রী অনু চৌধুরীকে। ইতিমধ্যেই ধারাবাহিকের ফ্যানপেজে গুঞ্জন ছড়িয়েছে বিষয়টি নিয়ে। সত্যিই কি এ রকম কিছু ঘটতে চলেছে ধারাবাহিকের সঙ্গে? বিশদে জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল ব্লুজ প্রযোজনা সংস্থার কর্ণধারের সঙ্গে। আশ্বস্ত করেছেন স্নেহাশিস। তাঁর কথায়, ‘‘খুব শিগগিরি ‘সর্বজয়া’র ওড়িয়া এবং তেলুগু রিমেক হচ্ছে। জি ওড়িয়া চ্যানেল ‘সার্থক’-এ ধারাবাহিকের নাম ‘সর্বজিতা অনু’। সেখানেই দেবশ্রী ওরফে ‘সর্বজয়া’র ভূমিকায় অভিনয় করছেন অনু চৌধুরী।’’
স্নেহাশিসের আরও সংযোজন, শুধু এই একটি ধারাবাহিক নয় তাঁর একাধিক ধারাবাহিক অন্য ভাষায় তৈরি হতে চলেছে। তালিকায় রয়েছে ‘খুকুমণি হোম ডেলিভারি’, ‘খেলাঘর’, ‘যমুনা ঢাকি’। ‘খুকুমণি’ তৈরি হবে হিন্দিতে। ‘যমুনা ঢাকি’ তৈরি হবে পাঞ্জাবিতে। সব ক’টি ধারাবাহিকের চিত্রনাট্য তৈরির কাজ চলছে। বাছাই পর্ব চলছে অভিনেতা-অভিনেত্রীরও। ‘সর্বজয়া’র শ্যুট শুরু হয়ে গিয়েছে। খুব শিগগিরিই সম্প্রচারিত হবে ধারাবাহিক। বাকি ধারাবাহিকের শ্যুটও শুরু হয়ে যাবে কিছু দিনের মধ্যেই। অন্য ভাষায় নির্মিত ধারাবাহিকগুলির কার্যনির্বাহের দায়িত্বে স্নেহাশিস স্বয়ং।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy